বিপিএল খেলতে টেস্ট থেকে ছুটি নিলেন আফ্রিদি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৬ ডিসেম্বর থেকে দুই টেস্টের সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আছে টেস্ট সিরিজ। ওই চার টেস্টে খেলবেন না পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। ‘শতভাগ ফিট’ থাকতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত টেস্ট থেকে ছুটি নিয়েছেন তিনি।
তবে সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছেন, বিপিএলের দল ফরচুন বরিশাল তাকে আকর্ষণীয় অর্থের প্রস্তাব দিয়েছে। যে কারণে জাতীয় দলের হয়ে টেস্ট না খেলে বিপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন শাহিন আফ্রিদি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে শাহিনকে না রাখার বিষয়ে পাকিস্তান জাতীয় দলের অন্তবর্তীকালীন হেড কোচ ও সিনিয়র নির্বাচক আকিভ জাভেদ জানিয়েছেন, এটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ। যাতে তাকে ফ্রেশ পাওয়া যায়।
তবে সংবাদ মাধ্যমকে সূত্র বলেছে, সত্য হলো, শাহিন নিজে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাকে টেস্টে না রাখার জন্য বোর্ডের কাছে অনুরোধ করেছেন। তিনি ম্যানেজমেন্টকে বলেছেন- বিপিএল থেকে তাকে বেশ ভালো অঙ্কের অর্থ দেওয়া হচ্ছে। বোর্ডকে তিনি আশ্বস্ত করেছেন- টি-২০ এই টুর্নামেন্টে তিনি নিজের ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে খেলবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। তার আগে ৮ ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। শাহিন জানিয়েছেন, পূর্ণ ফিট থেকে ওই সিরিজে অংশ নেবেন তিনি। যার অর্থ- মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দিলেও পাকিস্তানের এই বাঁ-হাতি পেসারকে পূর্ণ আসরের জন্য পাওয়া যাবে না।