August 14, 2025
খেলাধুলা

বিপিএল আয়োজন করবে যারা; বিসিবির বোর্ড মিটিং শেষে যা জানা গেল

কয়েক দিন ধরে দেশের ক্রিকেট মহলে আলোচনা চলছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পরিচালনার দায়িত্ব এবার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে দেওয়া হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে এ জন্য বিজ্ঞাপন দিয়ে আগ্রহী প্রতিষ্ঠান খুঁজছে।

বিসিবি’র বিজ্ঞাপনে ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, ইংল্যান্ডের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশি প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্র্যান্সপোর্ট গ্রুপসহ মোট সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে।

গত সপ্তাহে পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেওয়ার পর এখন তিনটি প্রতিষ্ঠান সংক্ষিপ্ত তালিকায় রয়েছে। ভারতীয় প্রতিষ্ঠান রিয়াল ইমপ্যাক্ট দীর্ঘদিন ধরে বিপিএলের টিভি প্রডাকশনের কাজ করে আসছে এবং বিসিবির আন্তর্জাতিক সিরিজের প্রডাকশনও করে থাকে। তারা বাংলাদেশে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা ইংলিশ প্রতিষ্ঠান অ্যাবসুলেট লেজেন্ডসের সঙ্গে কনসোর্টিয়াম করে বিপিএল পরিচালনায় আগ্রহ দেখিয়েছে। এই দুই প্রতিষ্ঠানই পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।

শেষ পর্যন্ত কোন প্রতিষ্ঠান বিপিএল আয়োজনের সুযোগ পাবে তা আজ বিসিবির বোর্ড মিটিংয়ের পরই জানা যাবে, এমনটাই ধারণা করা হয়েছিল। তবে বোর্ড মিটিং শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, ‘আমরা মিটিংয়ে অনেক আলোচনা করেছি তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও দুই-তিন দিন সময় লাগবে।’

রিয়াল ইমপ্যাক্ট ও অ্যাবসুলেট লেজেন্ডস ২০২৫-২৬ সালের বিপিএল পরিচালনার জন্য ২০ লাখ ডলার বিনিয়োগ করতে এবং জামানত দিতে রাজি রয়েছে।

এর আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহাবুবুল আনাম জানিয়েছিলেন, ‘বিপিএলের সুনাম ও আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করতেই সঠিক প্রতিষ্ঠান বেছে নেওয়া হবে। আমরা ক্ষতির ফাঁদে পড়তে চাই না।’

 

শেয়ার করুন: