বিপিএলের সেরা চারে জায়গা করে নিতে দলগুলোর সামনে যে সমীকরণ
ঢাকা, সিলেটের পর বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলাও শেষ হয়েছে। এবার আবার বিপিএলের উত্তেজনা ফিরছে ঢাকায়। লিগ পর্বের খেলা বাকি আছে সব দলেরই, এরপরই শুরু হবে পরের রাউন্ডের খেলা। এদিকে চট্টগ্রাম পর্বের খেলা শেষে এখন কোন চার দল সেরা চারে জায়গা করে নিয়ে পরের পর্বে যাবে তা নিয়ে শুরু হয়েছে সমর্থকদের জল্পনা-কল্পনা।
চট্টগ্রাম পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের ১ নম্বরে আছে রংপুরই। এবারের আসরের প্রথম ৮ ম্যাচ জিতলেও সবশেষ নিজেদের নবম ম্যাচে হেরেছে রংপুর। তবে হারলেও ১৬ পয়েন্ট নিয়ে আছে সবার শীর্ষে। টানা ম্যাচ জেতা নুরুল হাসান সোহানের দল প্লে অফ নিশ্চিত করেছে সবার আগেই। তবে বাকি তিন ম্যাচের একটি জিতলেই পূরণ হবে সেরা দুইয়ে থেকে কোয়ালিফায়ারে জায়গা করে নেওয়া।
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি পয়েন্ট তালিকার ৮ নম্বরে আছে। এখনো বর্তমান চ্যাম্পিয়নদের বাকি আছে আরও ৪ ম্যাচ। চার ম্যাচের একটিতে জয় পেলেই নিশ্চিত হবে তামিমদের প্লে অফে খেলা। এর চেয়ে বেশি জিতলে কোয়ালিফায়ারে খেলার সুযোগও থাকছে তামিমদের।
পয়েন্ট তালিকার তিনে আছে চিটাগং কিংস। ৯ ম্যাচে চিটাগং কিংস জিতেছে ৫ ম্যাচে, দলটির পয়েন্ট ১০। লিগ পর্বে এখনো চিটাগং এর বাকি আছে তিন ম্যাচ, এর মধ্যে দুই ম্যাচ জিতলে প্লে অফে জায়গা করে নিতে পারবে দলটি। এক ম্যাচ জিতলেও এলিমিনেটরে খেলতে পারবে, তবে সে ক্ষেত্রে সামনে আসবে নেট রান রেটের হিসাব।
লিগ পর্বে খুলনা টাইগার্সেরও বাকি আছে আর তিন ম্যাচ। পয়েন্ট তালিকায় মেহেদী মিরাজের নেতৃত্বাধীন দল আছে ৪ নম্বরে। প্লে অফে খেলতে হলে বাকি তিন ম্যাচে জয়ের বিকল্প নেই খুলনার, তবে তিন ম্যাচ জিততে না পারলেও সেরা চারে জায়গা করে নেওয়ার সম্ভাবনা আছে দলটির, সেক্ষেত্রে অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে।
খুলনার পরেই পয়েন্ট টেবিলে আছে দুর্বার রাজশাহী। ১০ ম্যাচের ৬টিতেই হেরে ৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে দলটি। প্লে অফে জায়গা করে নিতে শুধু জিতলেই হবে না রাজশাহীর, বাড়িয়ে নিতে হবে রান রেটও।
এবারের আসরের প্রথম ছয় ম্যাচের সবকটিতেই হারের স্বাদ নিতে হয়েছিল ঢাকা ক্যাপিটালসকে। তবে শাকিব খানের দল অবশেষে ঘুরে দাঁড়িয়েছে, ১০ ম্যাচ খেলে জয় পেয়েছে ৩টিতে। প্লে অফে খেলতে তাই শেষ দুই ম্যাচে বিশাল জয়ের পাশাপাশি অন্য দলগুলোর হারের দিকেও তাকিয়ে থাকতে হবে লিটন দাসদের।
এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানিতে আছে সিলেট স্ট্রাইকার্স। ৯ ম্যাচে কেবল ২ টিতে জয় পেয়েছে তারা। তাই প্লে পফে খেলার স্বপ্নও এক প্রকার শেষই। তবে কাগজে-কলমে এখনো কিছুটা আশা বাকি আছে দলটির। প্লে অফে খেলতে হলে, নিজেদের সবশেষ তিন ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে, তাহলেই দলটির পয়েন্ট হবে ১০। তখন নেট রান রেটে এগিয়ে থাকতে পারলেই কেবল প্লে অফে খেলতে পারবে দলটি।