December 3, 2025
খেলাধুলা

বিপিএলের কোন ম্যাচ কবে কোথায়, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের ১২তম আসরের পর্দা উঠছে চায়ের দেশ সিলেটে (BPL 2026 Schedule)।  উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে নোয়াখালী এক্সপ্রেস। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। সিলেট পর্বের লড়াই শেষে কারাভান যাবে চট্টগ্রামে, আর সেখান থেকে ফেরত আসবে টুর্নামেন্টের হৃদয়স্থল ঢাকাতে। তিন ভেন্যু মিলিয়ে মোট ৩৪টি ম্যাচে গর্জে উঠবে ব্যাট-বলের লড়াই। প্লে-অফের সূচিও চূড়ান্ত। ১৯ জানুয়ারি একই দিনে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি, আর রোমাঞ্চের চূড়ান্ত পরিণতি ‘গ্র্যান্ড ফাইনাল’ হবে ২৩ জানুয়ারি। গুরুত্বপূর্ণ এসব ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে, যাতে বৃষ্টিও খেলাটির নাটকীয়তা নষ্ট করতে না পারে। এবারের আসরে অংশ নিচ্ছে ছয় দল। ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং নতুন রঙে আলো ছড়াতে প্রস্তুত নোয়াখালী এক্সপ্রেস। ঠিক দু’দিন আগেই হয়ে গেছে প্লেয়ার্স ড্রাফট, যেখানে দলগুলো গুছিয়ে নিয়েছে নিজেদের শক্তি। বছরশেষ আর বছর শুরুকে একাকার করে দিতে আসছে রোমাঞ্চে ভরা বিপিএল ২০২৫-২৬। সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যালেঞ্জ সামলানোর অনুশীলন তো থাকছে এই টুর্নামেন্টে। সবমিলিয়ে কোথায়, কখন হতে যাচ্ছে বিপিএলের ম্যাচ-দেখে নেওয়া যাক এক পলকেই।

২০২৬ বিপিএলের পূর্ণাঙ্গ সূচি

ম্যাচ নং তারিখ সময় ম্যাচ ভেন্যু
২৬ ডিসেম্বর ২০২৫ বেলা ২টা সিলেট টাইটানস vs রাজশাহী ওয়ারিয়র্স সিলেট
২৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৭টা নোয়াখালী এক্সপ্রেস vs চট্টগ্রাম রয়্যালস সিলেট
২৭ ডিসেম্বর ২০২৫ বেলা ১টা ঢাকা ক্যাপিটালস vs রাজশাহী ওয়ারিয়র্স সিলেট
২৭ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা সিলেট টাইটানস vs নোয়াখালী এক্সপ্রেস সিলেট
২৯ ডিসেম্বর ২০২৫ বেলা ১টা রংপুর রাইডার্স vs চট্টগ্রাম রয়্যালস সিলেট
২৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা রাজশাহী ওয়ারিয়র্স vs নোয়াখালী এক্সপ্রেস সিলেট
৩০ ডিসেম্বর ২০২৫ বেলা ১টা সিলেট টাইটানস vs চট্টগ্রাম রয়্যালস সিলেট
৩০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা ঢাকা ক্যাপিটালস vs রংপুর রাইডার্স সিলেট
১ জানুয়ারি ২০২৬ বেলা ১টা সিলেট টাইটানস vs ঢাকা ক্যাপিটালস সিলেট
১০ ১ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা রংপুর রাইডার্স vs রাজশাহী ওয়ারিয়র্স সিলেট
১১ ২ জানুয়ারি ২০২৬ বেলা ২টা ঢাকা ক্যাপিটালস vs চট্টগ্রাম রয়্যালস সিলেট
১২ ২ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টা সিলেট টাইটানস vs রংপুর রাইডার্স সিলেট
১৩ ৫ জানুয়ারি ২০২৬ বেলা ১টা রংপুর রাইডার্স vs ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম
১৪ ৫ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা চট্টগ্রাম রয়্যালস vs রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম
১৫ ৬ জানুয়ারি ২০২৬ বেলা ১টা নোয়াখালী এক্সপ্রেস vs সিলেট টাইটানস চট্টগ্রাম
১৬ ৬ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা চট্টগ্রাম রয়্যালস vs রংপুর রাইডার্স চট্টগ্রাম
১৭ ৮ জানুয়ারি ২০২৬ বেলা ১টা সিলেট টাইটানস vs রংপুর রাইডার্স চট্টগ্রাম
১৮ ৮ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা রাজশাহী ওয়ারিয়র্স vs ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম
১৯ ৯ জানুয়ারি ২০২৬ বেলা ২টা চট্টগ্রাম রয়্যালস vs নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম
২০ ৯ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টা রাজশাহী ওয়ারিয়র্স vs সিলেট টাইটানস চট্টগ্রাম
২১ ১১ জানুয়ারি ২০২৬ বেলা ১টা রংপুর রাইডার্স vs নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম
২২ ১১ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা চট্টগ্রাম রয়্যালস vs ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম
২৩ ১২ জানুয়ারি ২০২৬ বেলা ১টা রাজশাহী ওয়ারিয়র্স vs রংপুর রাইডার্স চট্টগ্রাম
২৪ ১২ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা নোয়াখালী এক্সপ্রেস vs ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম
২৫ ১৫ জানুয়ারি ২০২৬ বেলা ১টা ঢাকা ক্যাপিটালস vs নোয়াখালী এক্সপ্রেস ঢাকা
২৬ ১৫ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা চট্টগ্রাম রয়্যালস vs সিলেট টাইটানস ঢাকা
২৭ ১৬ জানুয়ারি ২০২৬ বেলা ২টা নোয়াখালী এক্সপ্রেস vs রাজশাহী ওয়ারিয়র্স ঢাকা
২৮ ১৬ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টা ঢাকা ক্যাপিটালস vs সিলেট টাইটানস ঢাকা
২৯ ১৭ জানুয়ারি ২০২৬ বেলা ১টা রাজশাহী ওয়ারিয়র্স vs চট্টগ্রাম রয়্যালস ঢাকা
৩০ ১৭ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা নোয়াখালী এক্সপ্রেস vs রংপুর রাইডার্স ঢাকা
৩১ ১৯ জানুয়ারি ২০২৬ বেলা ১টা এলিমিনেটর ঢাকা
৩২ ১৯ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা প্রথম কোয়ালিফায়ার ঢাকা
৩৩ ২১ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা দ্বিতীয় কোয়ালিফায়ার ঢাকা
৩৪ ২৩ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টা ফাইনাল ঢাকা
শেয়ার করুন: