November 26, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

বিজ্ঞানী পিসি রায়ের স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণ করা হবে : প্রতিমন্ত্রী

আবুল হাসেম, পাইকগাছা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্যার পিসি রায় ছিলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। তিনি জ্ঞান-বিজ্ঞানের সাথে যুক্ত হয়ে শিল্প উৎপাদন করে জগতে খ্যাতি কুড়িয়েছেন। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বর্তমান শেখ হাসিনার সরকার জাতির জনক বঙ্গবন্ধুসহ দেশের সকল গুণী ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন। অন্যান্য গুণী ব্যক্তিদের ন্যায় বিজ্ঞানী পিসি রায়েরও স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণ করা হবে।
বুধবার সকালে উপজেলার রাড়ুলীতে বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র (পিসি) রায়ের ১৬২তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আচার্য পিসি রায় স্মৃতি সংরক্ষণ পরিষদ সভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, প্রত্নতত্ত্ব বিভাগের খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
সহকারি অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রেম কুমার মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন কুমার সাধু, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, আব্দুস সালাম কেরু, রাড়ুলী ইউনিয়ন আ’লীগের আহ্বায়ক শংকর দেবনাথসহ বীর মুক্তিযোদ্ধাণ, শিক্ষক মন্ডলী, আ’লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী।
আলোচনা সভায় বক্তারা বিজ্ঞানীর নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, বসতবাড়ীকে পর্যটন কেন্দ্র ঘোষণা, বিজ্ঞানীর সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, পাঠ্যপুস্তকে বিজ্ঞানীর জীবনী সম্পর্কিত অধ্যায় অন্তর্ভূক্ত, জাদুঘর ও সংগ্রহশালা স্থাপনসহ বিভিন্ন দাবি করেন। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করার মাধ্যমে শ্রদ্ধা জানান এবং এসময় পি.সি রায়ের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরে আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে এদিন বিকালে প্রতিমন্ত্রী পাইকগাছা উপজেলার কাশিমনগরে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ (পিআরডিপি-৩) কর্তৃক স্থাপিত পানি শোধনাগার উদ্বোধন করেন ও অত্র ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন: