December 3, 2024
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

বিজয় দিবস নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিজয় দিবস কোনো রাজনৈতিক দলের নয়, এটি সবার জন্য। তিনি বলেছেন, আসন্ন বিজয় দিবস উপলক্ষে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই।

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা বিষয়ক এক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস এবং এটি সবার জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। তিনি আশা প্রকাশ করেন, এই দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন করা হবে এবং কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না।

তিনি বলেন, “বিজয় দিবস ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না। যারা ১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন, তাদের সুবিধার্থে ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কাজ করবে।”

এছাড়া, তিনি বলেন, সব জায়গায় একই রঙের পতাকা উত্তোলন করা হবে। তিনি আরও বলেন, “অনেক সময় আমরা দেখি একেক জায়গায় একেক রঙের পতাকা টানানো হয়, এটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখা হবে।” পাশাপাশি, বিজয় দিবসের দিন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আলোকসজ্জা করার কথা জানান তিনি।

উপদেষ্টা বিজয় দিবস নিয়ে নিরাপত্তা ঝুঁকির কোনো শঙ্কা নেই বলে নিশ্চিত করেন এবং বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

 

শেয়ার করুন: