বিক্ষোভের ডাক এনসিপির, হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকে হত্যার উদ্দেশে গোপালগঞ্জে ফ্যাসিস্ট ও মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় হামলাকারীদের গ্রেপ্তারে তিনি সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। এছাড়াও গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল সমাবেশ করতে পারে না। এনসিপি আজ সেই মিথ ভেঙে দিয়েছে। এ সময় আগামীকাল ফরিদপুরে তাদের নির্ধারিত পথসভার কর্মসূচি বহাল থাকবে বলেও জানান নাহিদ।
এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ জানিয়ে যারা এনসিপির পাশে থেকেছেন তাদের প্রতি ধন্যবাদ জানান এবং গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান।