বিএনপি নেতা শিমুল বিশ্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আদালতে হাজির না হওয়ায় বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রবিবার বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনের নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের একটি মামলায় শিমুল বিশ্বাসের হাজিরার দিন ধার্য ছিল।
কিন্তু তিনি অসুস্থ থাকায় এদিন তার আইনজীবী তার পক্ষ থেকে সময় প্রার্থনার আবেদনপত্র দিলে আদালত তা গ্রহন করেনি।তার নামে গ্রেফতারী পরোয়ানা জারী করেন ঢাকা সিএমএম আদালত-৫ এর বিচারক মোঃ হাসিবুল হক। একই সঙ্গে এই মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।
শিমুল বিশ্বাসের আইনজীবীরা জানান,এই মামলাটি একটি মিথ্যা মামলা। আট বছর আগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে একটি নাশকতার মামলা দায়ের করেছিল। এই মামলায় তিনি মূল আসামিও নন। তিনি নিয়মিত হাজিরা দিচ্ছেন। শিমুল বিশ্বাস অসুস্থ। একারণে তার পক্ষ থেকে সময় প্রার্থনার আবেদনপত্র দেয়া হয়েছিল। কিন্তু গৃহীত হয়নি। এটা খুবই দুঃখজনক।
ঢাকা প্রতিনিধি