April 21, 2025
আঞ্চলিকলেটেস্ট

বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহিরসহ বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। সোনাডাঙ্গা থানার এস আই নিয়াজ মোরশেদ বাদি হয়ে মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন।

মামলায় জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহিরসহ ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ২০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার এই মামলায় ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

শেয়ার করুন: