বিএনপির পক্ষ থেকে সহযোগিতা চাইলে সরকার সেটা করবে : আজাদ মজুমদার
খালেদা জিয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো সহযোগিতা চাওয়া হয় সেটা সরকার করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো সহযোগিতা চাওয়া হয় সেটা সরকার করবে। আর যেহেতু সরকার উনাকে ইতোমধ্যেই ভিভিআইপি ঘোষণা করেছে। উনার (খালেদা জিয়া) আইন অনুযায়ী যেই সুযোগ সুবিধা প্রাপ্য, সহযোগিতা প্রাপ্ত সবগুলোই উনাকে দেওয়া হবে।
এসময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫। এটার নীতিগত অনুমোদন হয়েছে। সেটা সামনের মিটিংয়ে আবার নতুন করে পেশ করা হবে। এটা সাবজেক্ট টু মানে ফারদার ইনপুট ফ্রম দি কমার্স। কমার্স মিনিস্ট্রি এটার বিষয়ে আরও কিছু কিছু ইনপুট দেবে। এটার উপর একটা নতুন করে আরেকটা এক ধরনের কনসাল্টেশন হবে। এটা খুবই যুগোপযোগী একটি আইন। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এটা চাচ্ছিল। বাংলাদেশে ফরেন ইনভেস্টর যারা কাজ করে তারা তাদের ইনভেস্টমেন্টের এক ধরনের প্রটেকশন চান এবং অনেক ক্ষেত্রে অনেক আর্বিটেশনেও যেতে চান অনেক বিষয়ে। সেজন্য তাদের ইনভেস্টমেন্টকে ফ্যাসিলিটেট করার জন্য, ইজিয়ার করার জন্য, এই আইনটার চিন্তাভাবনা করা এটা নীতিগত অনুমোদন হয়েছে।
এসময় বিফ্রিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

