November 26, 2024
লেটেস্টশীর্ষ সংবাদ

বিএনপির এই আন্দোলন ব্যর্থ হতে বাধ্য: শাজাহান খান

বিএনপির চলমান আন্দোলন ব্যর্থ করে আওয়ামী লীগ আবারও বিজয় লাভ করে সরকার গঠন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। আজ শনিবার দুপুরে শহরের সৈদারবালী এলাকায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় শাজাহান খান বলেন, ‘বিএনপির আন্দোলনের পালে যে হাওয়া লেগেছিল, এখন আর সেই হাওয়া লাগছে না। কারণ, জনগণ তাদের সঙ্গে নেই। আমরা এই নির্বাচনে বিজয় লাভ করব। আর বিএনপির আন্দোলন ব্যর্থ হবে। কারণ, জনগণ সঙ্গে না থাকলে কোনো আন্দোলন সফল হয় না। তার প্রমাণ বিগত অন্দোলনগুলোতে বিএনপি দেখেছে।’

বিএনপির আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘আমি মনে করি, এবারের বিএনপির আন্দোলনের ব্যর্থতার কারণ, ২০১৩–১৫ সালে তারা যেভাবে মানুষকে পুড়িয়ে–কুপিয়ে–পিটিয়ে হত্যা করেছে, সেই কথা বাংলার মানুষ এখনো ভুলে যায়নি। এ কারণে মানুষ বিএনপিকে ভোট দেবে না। তাদের আন্দোলন ব্যর্থ হতে বাধ্য।’
শেখ হাসিনার পদত্যাগের দাবিকে ‘মামুবাড়ির আবদার’ আখ্যায়িত করে শাজাহান খান বলেন, বিএনপি ও বিএনপি ঘরানার দলগুলো বারবার দাবি তুলেছে যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। তারা নেত্রীকে পদত্যাগ করার জন্য আহ্বান করছে। তা না হলে তিনি (শেখ হাসিনা) নাকি পালিয়েও যেতে পারবেন না, পালানোর পথও পাবেন না। তারা সবকিছুকে মামুবাড়ির আবদার মনে করেছে। শেখ হাসিনাকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় এনেছে এবং জনগণ তাঁকে রক্ষা করেছে। যদি জনগণ রক্ষা না করত, তাহলে বিএনপির এই আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটত। কিন্তু তা না হয়ে শেখ হাসিনার পক্ষে ৭০ ভাগ মানুষ। এটি আমার কথা নয়, একটি অমেরিকান এনজিওর জরিপ।’

দ্বাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিয়েছে। বিদেশিরা বলেনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। তারা বলেছে, সংবিধান অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে। আমাদের দেশের সংবিধান অনুযায়ী, যে সরকার ক্ষমতায় আছে, সেই সরকারের অধীনেই নির্বাচন হবে। শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। সব ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করে বাংলার জনগণকে সঙ্গে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কারও হুমকিতে, চোখ রাঙানিতে আওয়ামী লীগ ভয় পাবে না।’

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র নূরুল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল বাশার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকন প্রমুখ।

দক্ষিণাঞ্চল অনলাইন ডেস্ক

শেয়ার করুন: