বার্সেলোনার বিপক্ষে ‘ফাইনালের’ আগে বড় দুঃসংবাদ ইন্টারের
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে গতকাল দেখা মিলেছে ইতিহাসের অন্যতম সেরা এক ম্যাচের। প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মিলান। তবে রোমাঞ্চকর ড্রয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় ইন্টার মিলান অধিনায়ক লাউতারো মার্টিনেজকে। ইনজুরির কারণে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি এই আর্জেন্টাইন তারকা। তার ফেরতি লেগে খেলা নিয়েও দেখা দিয়েছে বড় শঙ্কা।
প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগেই হাঁটতে কষ্ট হচ্ছিল মার্তিনেজের। মুখভঙ্গিতেই বোঝা যাচ্ছিল, তিনি ব্যথা অনুভব করছেন। যদিও তিনি প্রথমার্ধ শেষ পর্যন্ত খেলেছেন, কিন্তু দ্বিতীয়ার্ধে আর ফিরেননি। তার পরিবর্তে মাঠে নামেন মেহদি তারেমি।
ম্যাচ শেষে ইন্টার কোচ সিমোনে ইনজাগি জানান, “লাউতারো পায়ে কিছু একটা অনুভব করছিল। আগামীকাল স্ক্যান করানো হবে, তবে আপাতত যা মনে হচ্ছে, ফিরতি লেগে তার খেলা প্রায় অসম্ভব। এটা আমাদের জন্য ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ।”
ইনজাগি আরও বলেন, “আমরা আশা করছি বেঞ্জামিন পাভার্দ ফিরবে, তবে লাউতারোকে নিয়ে তেমন আশাবাদী হতে পারছি না। মিলানে ৭৫ হাজার দর্শক থাকবে আমাদের সঙ্গে, আমরা সেই সমর্থনেই ইতিহাস গড়তে চাই।” এই মৌসুমে এখন পর্যন্ত ইন্টারের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন মার্তিনেজ।
ম্যাচে শুরুটা দুর্দান্ত করে ইন্টার। চোট কাটিয়ে ফেরা মার্কাস থুরাম ও ডেনজেল ডামফ্রিসের গোলে মাত্র ২১ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি। তবে এরপরই ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। লামিন ইয়ামালের দুর্দান্ত এক গোল ও ফেরান টরেসের সমতাসূচক গোলে ৩৮ মিনিটে ২-২ এ ফিরে আসে কাতালানরা।
দ্বিতীয়ার্ধে আবার এগিয়ে যায় ইন্টার, আবারো গোল করেন ডামফ্রিস। তবে ৬৫ মিনিটে রাফিনহার দূরপাল্লার শট ইন্টার গোলরক্ষক ইয়ান সোমারের গায়ে লেগে জালে ঢুকলে সমতা ফেরায় বার্সা। যদিও গোলটি পরে আত্মঘাতী হিসেবে রেকর্ড হয়।
এই ড্রয়ের ফলে সেমিফাইনালের লড়াই এখন অলিখিত ফাইনাল। আগামী মঙ্গলবার সান সিরোতে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচেই ঠিক হবে, কারা খেলবে মিউনিখের ফাইনালে। তবে মার্তিনেজকে না পেলে ইন্টারের জন্য সেটা হয়ে উঠতে পারে আরও কঠিন চ্যালেঞ্জ।