February 23, 2025
খেলাধুলা

বাবরের কাছে অতিরিক্ত আশা না করতে বললেন রিজওয়ান

ব্যাট হাতে বাবর আজমের সময়টা লম্বা সময় ধরেই খারাপ যাচ্ছে। শুধু যে টেস্ট ক্রিকেটেই এমন তা কিন্তু নয়। বাকি দুই ফরম্যাটেই খুব একটা সুবিধা করে ওঠতে পারছে না তিনি। তবুও ওয়ানডে ফরম্যাট সবসময়ই বাবরের জন্য শক্তির জায়গা হিসেবেই ছিল। কিন্তু ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একদিনের ক্রিকেটেও নিজেকে ঠিক মেলে ধরতে পারছেন না পাকিস্তানি এই ব্যাটার।

আসন্ন টুর্নামেন্টের আগে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বাবর আউট হয়েছিলেন ১০ রানে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড লক্ষ্য তাড়া করে জেতার ম্যাচেও ব্যাট হাতে তেমন অবদান রাখতে পারেননি তিনি, আউট হন ২৩ রানেই।

এদিকে বাবরের ব্যাটে রান না থাকলেও তাঁর প্রতি বিশ্বাস হারাচ্ছেন না অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সে এখনো দলের জন্য অবদান রাখছে বলেই জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তাঁর প্রতি সবার থাকা অতিরিক্ত প্রত্যাশা কমাতে বলেছেন তিনি।

রিজওয়ান বলেন,‘বাবর পাকিস্তানের হয়ে এত বেশি রান করেছে যে আমরা এখন প্রতি ম্যাচেই ওর কাছে সেঞ্চুরি চাই। আমরা যদি ওকে এত বেশি প্রত্যাশা দিয়ে ওকে বিচার না করি তাহলেই দেখা যাবে এখনো ও দারুণ অবদান রাখছে।’

তিনি আরও বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি ওর কাছে আরও চাই, কারণ তা সে পূর্বেও করেছে। এ জন্য কিছুটা অতিরিক্ত চাপও থাকে। আমার মনে হয় সে নিজেও এটা বুঝে। এমন না যে ওর কোনো টেকনিক্যাল সমস্যা আছে। আমি বিশ্বাস করি  ও এই অবস্থা থেকে বেরিয়ে আসবে।’

শেয়ার করুন: