January 2, 2026
খেলাধুলা

বাজে খেলায় পুরো ফুটবল দলই স্থগিত করল সরকার, বাদ তারকা ফুটবলার

আফ্রিকা কাপ অব নেশনসে ভরাডুবির পর কড়া সিদ্ধান্ত নিয়েছে গ্যাবন সরকার। টুর্নামেন্টে টানা তিন ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর জাতীয় দল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে কোচিং স্টাফ এবং দল থেকে বাদ দেওয়া হয়েছে তারকা ফরোয়ার্ড পিয়ের-এমেরিক অউবামেয়াংকে।

বুধবার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গ্যাবনের ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা বলেন, “আফ্রিকা কাপে প্যান্থারদের লজ্জাজনক পারফরম্যান্সের পর সরকার কোচিং স্টাফ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় দল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে এবং ব্রুনো একুয়েলে মানগা ও পিয়ের-এমেরিক অউবামেয়াংকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।”

মরক্কোয় অনুষ্ঠিত এবারের আসরে গ্যাবন গ্রুপ ‘এফ’-এ ক্যামেরুন ও মোজাম্বিকের কাছে হেরে আগেই বিদায় নিশ্চিত করে। শেষ ম্যাচে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইভরি কোস্টের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হার মানে, তাও প্রতিপক্ষের দ্বিতীয় সারির একাদশের বিপক্ষে।

এই ম্যাচে অউবামেয়াং মাঠে নামেননি। উরুর চোটের চিকিৎসার জন্য তিনি আগেই ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেইয়ে ফিরে যান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রতিক্রিয়া জানিয়ে ৩৬ বছর বয়সী সাবেক আফ্রিকান ফুটবলার অব দ্য ইয়ার লেখেন, “আমি মনে করি দলের সমস্যাগুলো কোনো একক খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ নয়।”

মোজাম্বিকের বিপক্ষে হারের ম্যাচটিই সম্ভবত গ্যাবনের জার্সিতে অউবামেয়াংয়ের শেষ ম্যাচ ছিল। একইভাবে জাতীয় দল থেকে বিদায়ের পথে ৩৭ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার ব্রুনো একুয়েলে মানগাও।

একসময় আফ্রিকান ফুটবলে বাজে ফলের পর জাতীয় দল ভেঙে দেওয়া বা স্থগিত করার ঘটনা খুব একটা বিরল ছিল না। তবে ফিফা সরকারী হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পর সাম্প্রতিক সময়ে এমন সিদ্ধান্ত খুব কমই দেখা যায়।

শেয়ার করুন: