বাগরাম বিমানঘাঁটি ফেরত চান ট্রাম্প, প্রত্যাখ্যান আফগানিস্তানের
আফগানিস্তানের কৌশলগত গুরুত্বপূর্ণ বাগরাম বিমানঘাঁটি ফেরত চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ আবদার প্রত্যাখ্যান আফগান তালেবান সরকার।
২০২১ সালে আশরাফ গণির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। ওই সময় বাগরাম ঘাঁটিতে থাকা সবকিছু রেখে পালিয়ে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা।
গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ট্রাম্প জানান, তারা বাগরাম ঘাঁটি ফেরত পাওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, “আমরা এটি ফেরত পাওয়ার চেষ্টা করছি। আমরা কোনো কিছুর বিনিময় ছাড়াই এটি তালেবানকে দিয়েছি। চীন যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করে বাগরাম সেখান থেকে ঠিক এক ঘণ্টা দূরে।”
ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তান আলোচনায় বসতে প্রস্তুত আছে। কিন্তু কোনোভাবেই মার্কিন সেনাদের আফগানিস্তানে আসতে দেওয়া হবে না।
তিনি বলেন, “আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের নিজেদের মধ্যে আলোচনায় বসা উচিত। কিন্তু আফগানিস্তানের কোথাও মার্কিন সেনাদের উপস্থিতি ছাড়া এটি করতে হবে। কাবুল পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিকে ওয়াশিংটনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত।”
বারগাম বিমানঘাঁটি কাবুলের উত্তর দিকে অবস্থিত। যা রাজধানীর খুব কাছেই। এ ঘাঁটিতে একটি কুখ্যাত কারাগার ছিল। যেখানে ‘ওয়ার অন টেররের’ নামে হাজার হাজার মানুষকে ধরে এনে কোনো বিচার ছাড়াই আটকে রেখেছিল মার্কিন সেনারা। এছাড়া সেখানকার বন্দিদের নির্যাতনও করা হতো।
এদিকে তালেবান পুনরায় আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে সরাসরি আলোচনা হচ্ছে বলে নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।