November 14, 2024
খেলাধুলা

বাংলাদেশ সিরিজের মধ্যেই অবসরের সময় জানালেন নবি

বাংলাদেশকে নাটকীয়ভাবে হারিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করেছিল আফগানিস্তান। সেই নাটকীয়তাকে পাশ কাটিয়ে আফগান ক্রিকেটে শুরু হলো নতুন আলোচনা। দ্বিতীয় ম্যাচের আগেই অবসরের সময় জানালেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি।

আগামী ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন নবি।

বয়সই অবসরের সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে নবিকে। ডানহাতি এই পেসারের বর্তমান বয়স ৩৯। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ৪০ পেরিয়ে যাবে।

গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পোস্ট করা একটি ভিডিওতে অবসরের ঘোষণা দেন নবি। অভিজ্ঞ এই অলরাউন্ডারের অবসরের বিষয়টি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে নিশ্চিত করেন এসিবির প্রধান নির্বাহী নসিব খান।

নসিব খান বলেন, ‘হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবি ওয়ানডে থেকে অবসরে যাচ্ছে। বোর্ডকে সে তার ইচ্ছার কথা জানিয়েছে। আমাকেও কয়েক মাস আগে জানিয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির পর সে তার ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

ওয়ানডে থেকে অবসরের সময় জানিয়ে দিলেও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যেতে চান নবি। এ বিষয়ে এসিবি প্রধান বলেন, ‘আমি যা বুঝতে পেরেছি তা হলো, সে তার টি-টোয়েন্টি ক্যারিয়ার চালিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এখন পর্যন্ত এটাই পরিকল্পনা।’

আফগানিস্তানের সাদা বলের ক্রিকেটে দীর্ঘদিন ধরে খেলছেন নবি। ২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে ফিফটি হাঁকিয়ে ওয়ানডে ক্যারিয়ার শুরু করেন তিনি। এখন পর্যন্ত ১৬৫ ম্যাচে ২৭.৩০ গড়ে ৩ হাজার ৫৪৯ রান করেছেন নবি। বল হাতে নিয়েছেন ১৭১ উইকেট।

শারজায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত ইনিংস খেলেন নবি। তার ৮২ রানের ধৈর্যশীল ইনিংসের কারণেই লড়াই করার মতো পুঁজি পায় আফগানিস্তান।

আফগানদের দেওয়া ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ভালোই করেছিল বাংলাদেশ। শেষদিকে ২৩ রানে ৮ উইকেট হারিয়ে নাটকীয়ভাবে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। একাই ৬ উইকেট নেন গজনফার।

শেয়ার করুন: