বাংলাদেশ সফরে নিউ জিল্যান্ডের কোচিং স্টাফে সাকলায়েন
আগামী চার মাসের ব্যস্ত সূচিতে নিজেদের কোচিং স্টাফে কয়েকজনকে যুক্ত করতে যাচ্ছে নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড। এই তালিকায় আছেন দেশটির কিংবদন্তি সাবেক ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং, ইংল্যান্ডের দুই সাবেক ক্রিকেটার ইয়ান বেল ও জেমস ফস্টার এবং পাকিস্তানের সাবেক স্পিন কিংবদস্তি সাকলায়েন মুশতাক।
নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বুধবার বিষয়টি জানায় নিউ জিল্যান্ড ক্রিকেট। বিভিন্ন সিরিজে বিভিন্ন ভূমিকায় দলের কোচিং স্টাফে যুক্ত হবেন তারা।
আগামী ৩০ অগাস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে গ্যারি স্টেড, লুক রনকি, শেন জার্গেসেনের সঙ্গে কোচিং স্টাফে যুক্ত হবেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান বেল। টি-টোয়েন্টি সিরিজ শেষে ইংলিশদের বিপক্ষে কিউইদের ওয়ানডে সিরিজের কোচিং স্টাফে যোগ দেবেন ফস্টার অথবা ফ্লেমিং। এ নিয়ে দ্বিতীয়বার স্বদেশি কোচিং স্টাফে যুক্ত হতে যাচ্ছেন ফ্লেমিং। ২০১৮ সালের পর আবারও দলটিতে যুক্ত হতে যাচ্ছেন ফস্টার। বর্তমানে তিনি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে আছেন।
বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ খেলবে ব্ল্যাক ক্যাপস বাহীনি। এই দলের কোচিং স্টাফে থাকবেন না প্রধান কোচ স্টেড। সহকারী কোচ রনকি এ জার্গেশনের সঙ্গে থাকবেন অভিজ্ঞ বেল।
বিশ্বকাপে স্টেড, রনকি ও জার্গেশনের সঙ্গে থাকবেন ফস্টার। বিশ্বকাপের পর কিউইরা আবার ঢাকায় আসবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। এই দলে রনকির সঙ্গে বোলিং কোচ থাকবেন মুশতাক। সঙ্গে একটি বিশেষজ্ঞ বোলিং কোচও থাকবে। তবে তার নাম ঘোষণা করা হয়নি।
ক্রীড়া ডেস্ক