September 14, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

বাংলাদেশে ভূমিকম্প অনুভূত

বাংলাদেশসহ ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও চীনে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এসব তথ্য জানিয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জাগো নিউজকে বলেন, ‘ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আমাদের কাছে রেকর্ড আছে।’ তবে রাজধানী ঢাকা ছাড়া বাংলাদেশের আর কোথাও ভূমিকম্প অনুভূত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের আবহাওয়া অফিসের পক্ষে দেশে দেশের কোথায় কোথায় অনুভূত হয়েছে, এটা বলা যায় না। যেহেতু আসামে হয়েছে, তাই সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার এসব এলাকায় অনুভূত হয়েছে বলা যায়।’
শেয়ার করুন: