October 9, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত : বিক্রম মিশ্রি

বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত। একইস‌ঙ্গে বাংলা‌দে‌শের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জা‌নিয়ে‌ছে দি‌ল্লি। সোমবার (৬ অক্টোবর) নয়া দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিকাবের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কা‌লে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এ কথা জানান। বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত, যেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। আগামী নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে যারাই ক্ষমতায় আসুক তাদের সঙ্গে গভীর সম্পর্ক রাখতে আগ্রহী ভারত। তি‌নি ব‌লেন, ভারত প্রত্যাশা করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। অংশগ্রহণমূলক বল‌তে ভারত কি সব রাজনৈতিক দলের কথা বোঝা‌তে চায় কি না— জান‌তে চাইলে বিক্রম মিশ্রি বলেন, সেটা বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ, সিভিল সোসাইটিকে ঠিক করতে হবে। নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটা মাথায় রেখেই নিশ্চয়ই বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে। বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক, এটাই প্রত্যাশা করে ভারত। বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে বলেও জানান মিশ্রি। ভার‌তে অবস্থানরত সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতের বিষ‌য়ে জান‌তে চাইলে বিক্রম মি‌শ্রি ব‌লেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত। এটা আইনি এবং বিচারিক বিষয়। তাই এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।
শেয়ার করুন: