September 19, 2024
খেলাধুলা

বাংলাদেশের বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে

অক্টোবরে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে বাংলাদেশের। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে উদ্ভুত পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আইসিসি ইতোমধ্যে তিনটি দেশকে বিকল্প আয়োজক হিসেবে চিন্তাভাবনা করছে। সেই তালিকায় রয়েছে ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। ভারত অবশ্য ইতোমধ্যে আয়োজক হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। শ্রীলঙ্কা ও আরব আমিরাতের বিষয়টি আলোচনাধীন রয়েছে।

এমন সময় নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আগ্রহ দেখিয়েছে জিম্বাবুয়ে। আইসিসি অবশ্য মঙ্গলবার (২০ আগস্ট) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে বোর্ড মিটিং করবে। সেখানেই চূড়ান্ত হবে বাংলাদেশ নাকি অন্য কোথাও হবে নারীদের বিশ্বকাপ।

জিম্বাবুয়ে এর আগে ২০১৮ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আয়োজন করেছিল। সবশেষ তারা ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল বিশ্বকাপ। এবার তারা এককভাবে একটি বিশ্বকাপ আয়োজন করতে পারে কিনা দেখার বিষয়।

শেয়ার করুন: