January 11, 2025
খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করেছে ক্যারিবীয়রা

সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশে জাতীয় নারী দলের কাছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটি মহাগুরুত্বপূর্ণ। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সেই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবীয়রা। প্রথমবারের মতো উইন্ডিজ সফরে গিয়ে নারী দল তিন ওয়ানডের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে।

২০২২ নারী বিশ্বকাপের পর প্রথমবার দুই দল ওয়ানডেতে মুখোমুখি হবে এই সফরে। ২০২২ সালের দুই দলের একমাত্র ওয়ানডে ম্যাচে ৪ রানে জিতেছিলেন ক্যারিবীয় নারীরা । আন্তর্জাতিক ক্রিকেটে এ দুই দেশের দেখা হয়েছে পাঁচবার, চারবার টি-টোয়েন্টিতে, একবার ওয়ানডেতে। এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারেনি বাংলাদেশ। অবশ্য ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুটি ওয়ানডে সিরিজ হেরে বাংলাদেশের মুখোমুখি হচ্ছেন ক্যারিবিয়ানরা।

সেন্ট কিটসে হতে যাওয়া সাদা বলের ছয় ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলিং অলরাউন্ডার চেরি-অ্যান ফ্রেসার ও আনক্যাপড পেসার জানেলিয়া গ্লাসগো। বাদ পড়েছেন ফাস্ট বোলার শামিলিয়া কনেল ও মিডল অর্ডার ব্যাটার রাশাডা উইলিয়ামস। এখনও হাঁটুর ইনজুরি থেকে সেরে না ওঠায় অভিজ্ঞ অলরাউন্ডার স্টেফানি টেইলরকে পাচ্ছে না ক্যারিবিয়ানরা।

শেয়ার করুন: