September 24, 2024
খেলাধুলা

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকা

আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকার। কিন্তু দেশের রাজনীতির পটপরিবর্তনে এ বছর বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে গেছে দুবাইয়ে। ফলে প্রোটিয়ারা বাংলাদেশ সফরেরে আগে সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করতে দক্ষিণ আফ্রিকার চার সদস্যের প্রতিনিধি দল আসে। গত দুদিনে তারা চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন। 

পরিদর্শন শেষে বিসিবিতে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়ে গেছেন তারা। যদিও নিরাপত্তা প্রতিনিধিদল দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কাছে রিপোর্ট পেশ করবেন। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই নির্ধারণ হবে আসন্ন সিরিজের ভাগ্য।

বিকালে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেছেন, ‘তাদের সঙ্গে কথাবার্তা বলে যতটুকু বুঝতে পেরেছি, তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন। বারবার বিসিবিসহ নিরাপত্তা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এতো অল্প সময়ের মধ্যে এতো আয়োজন আমরা করতে পেরেছি। তারা (প্রতিনিধি দল) দেশে গিয়ে তাদের বোর্ডের কাছে রিপোর্ট পেশ করবেন, এই সময়ের মধ্যে আমরা আমাদের অভ্যন্তরীণ কাজগুলোও সেরে ফেলতে পারবো। আশা করি ইতিবাচক কিছুই হবে।’

সব কিছু নিয়ে পরে ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানান, ‘আমাদের রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের কারণে আমরা আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারিনি। ফলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের একটু কনসার্ন ছিল। বাংলাদেশের সার্বিক পরিস্থিতির ব্যাপার এবং আমরা কীভাবে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি সেই বিষয়গুলো তারা নিজ চোখে দেখতে এসেছিল।’

নাফিস আরও বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন কোন আন্তর্জাতিক সিরিজ আয়োজন করে থাকে, এটা আমাদের একেবারে রেগুলার একটা ড্রিল। এমন প্রস্তুতি আমাদের সব সময় থাকে। শেষবার হয়তো ২০১১ ও ২০১৪ বিশ্বকাপের সময় করেছিলাম। যেহেতু নিরাপত্তা বাহিনীতে কিছুটা রদ বদল হয়েছে, এই কারণে সিরিজ শুরুর আগে আমরা আরেকবার বিষয়টি দেখলাম, সব ঠিকঠাক আছে কিনা।’

‘আমি আবারও বলছি এটা আমরা নিয়মিতই করে থাকি। যেহেতু ওরা (প্রতিনিধি দল) আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে চেয়েছিল, এই কারণে আমরা ওদের সামনে মহড়া করেছি।’

শেয়ার করুন: