November 25, 2024
খেলাধুলা

বাংলাদেশের কাছে হেরে ইংল্যান্ডকে সতর্ক করলেন আফগান কোচ

ওয়ানডে বিশ্বকাপ শুরুর তৃতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। এমন বড় জয়ের পর সব থেকে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ধর্মশালার আউটফিল্ড। ক্রিকেটের দর্শনীয় জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি হল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। তবে ভেন্যু হিসেবে দর্শনীয় হলেও ঠিক তার বিপরীত চিত্র মাঠের আউটফিল্ডের।

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে নিশ্চিত ইনজুরির হাত থেকে রক্ষা পেয়েছেন আফগান স্পিনার মুজিব উর রহমান। বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে মুজিবের দেওয়া ডাইভে মাঠের ঘাস উপড়ে মাটি বের হয়ে আসে। এমন অবস্থায় আউটফিল্ডে পা আটকে গেলেও বড় রকমের কিছু হয়নি আফগান এই স্পিনারের।

দৃষ্টিনন্দন এই স্টেডিয়ামের সবচেয়ে বড় বাধা যেন তার আউটফিল্ড। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে ধর্মশালার আউটফিল্ড নিয়ে হতাশা প্রকাশ করেছেন আফগান কোচ জনাথন ট্রট। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ট্রট বলেন, ‘আমরা সারা বিশ্বে ক্রিকেটের বিজ্ঞাপন দেখতে পাই যেখানে খেলোয়াড়দের তাদের ফিল্ডিং উন্নত করতে শেখানো এবং উৎসাহিত করা হয়। এমন যুগে যদি আপনি খেলোয়াড়দের চোট নিয়ে চিন্তিত হন… আমরা ভাগ্যবান মুজিবের হাঁটুতে গুরুতর চোট পাননি।’

ধর্মশালায় আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আবারো আলোচনায় এই মাঠের আউটফিল্ড। আইসিসির প্রতিনিধিরাও ইংল্যান্ড ম্যাচের আগে ধর্মশালা খেলার উপযোগী কিনা তা দেখেছেন, ম্যাচ রেফারি আফগানিস্তান ম্যাচের পর এই আউটফিল্ডকে গড়পড়তা বললেও ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচ এই মাঠেই গড়াতে যাচ্ছে।

আফগান কোচ ট্রট সাবেক ইংলিশ ক্রিকেটার হওয়ায় তিনি জস বাটলারদের আগে সতর্ক করে দিয়েছেন এই মাঠের আউটফিল্ড নিয়ে। কেননা ফিল্ডাররা ইনজুরির ঝুঁকি থাকবে এই মাঠে। সেটি মাথায় নিয়েই খেলতে হবে দুই দলকে। বাজে আউটফিল্ডের কারণে এ বছরের ফেব্রুয়ারিতে ভারত–অস্ট্রেলিয়া বোর্ডার–গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ধর্মশালা থেকে ইন্দোরে স্থানান্তর করা হয়েছিল। এবারের বিশ্বকাপে বাংলাদেশের দুটিসহ মোট ৫টি রাখা হয়েছে ধর্মশালায়। যেখানে স্বাগতিক ভারতের ও একটি ম্যাচ রয়েছে। আগামী ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠে খেলবে টিম ইন্ডিয়া।

শেয়ার করুন: