বাংলাদেশি ব্যাটারদের ব্যর্থতার কারণ জানালেন সালাউদ্দিন
জিম্বাবুয়ে টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, আজ থেকে নতুন ক্রিকেট শুরুর করবেন তারা। তবে নাজমুল হোসেন শান্তরা কথা রাখেননি। সিলেট টেস্টের প্রথম দিন ব্যাট করতে নেমে ১৯১ রানেই অলআউট টাইগাররা।
নতুন শুরুর কথা বলে ছন্নছাড়া ব্যাটিং করলেন মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজরা। দলের এমন বাজে ব্যাটিংয়ে স্বাভাবিকভাবেই হতাশ টাইগার সমর্থকরা। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে ট্যাকটিক্যাল ভুলের কথা বলেছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও।
সালাউদ্দিন বলেছিলেন, ‘(টসে জিতে ব্যাটিং কেন? ৪র্থ ইনিংসে ব্যাট করতে চান না কিনা) না, এরকম কিছু না। উইকেটের দোষ দিয়ে লাভ নেই। জিম্বাবুয়ে ভালো ব্যাটিং করেছে। আমাদের (ইনিংসে) ট্যাকটিক্যালি কিছু ভুল ছিল। ব্যাটারদের দেখে মনে হয়নি তারা খুব অস্বস্তিতে ছিল। এপ্লাই ভালোভাবে করতে পারিনি। কিছু ভুল হয়েছে। ব্যাটাররা ভালো বলতে পারবে যে তারা কোন অবস্থায় ছিল।’
একইসঙ্গে ক্রিকেটারদের মানসিকতাতেও ঘাটতি দেখছেন সালাউদ্দিন, ‘আমিও মনে করি টেকটিক্যালি আমরা কিছু ভুল করেছি। সাথে মানসিক ব্যাপারও (ছিল)। যখনই খেলাটা ধরছি, হঠাৎ করে কোনো শট খেলে ফেলছি। এটা পুরোটাই মানসিক। দ্রুতই এই জায়গা নিয়ে কাজ করতে হবে।’
‘প্রতিপক্ষ নিয়মিতই এভাবে আমাদের উইকেট নিয়ে যায়। এই জায়গাগুলো তাড়াতাড়ি বুঝতে হবে। অন্য ফরম্যাটে এক ইনিংসই, টেস্টে আরেক ইনিংস থাকে। (জয়ের আউটে) আসলে এখানে ট্যাকটিক্যাল পার্টই বেশি। সিক্সথ স্টাম্পের উপর বল ছিল। এখানে দ্রুত ঠিক করার চেষ্টা করতে হবে।’