August 30, 2025
খেলাধুলা

বাংলাদেশকে সিরিজ হারানো সম্ভব: নেদারল্যান্ডস অধিনায়ক

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। বড় কোনো দলের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ, আর টাইগারদের জন্য এটি এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার মঞ্চ।

সিলেটে আগামী ৩০ আগস্ট শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, বাংলাদেশকে হারানো সম্ভব।

তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই (সিরিজ জেতা সম্ভব)। আপনি সবসময়ই জিততে চাইবেন। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে অবশ্যই জয়ের সুযোগ আছে।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে ৮৭ রানে হারিয়েছিল নেদারল্যান্ডস। সেই জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলেও জানান এডওয়ার্ডস। তিনি বলেন, ‘আমার মনে হয়, দলের আত্মবিশ্বাস গত কিছুদিনে অনেক বেড়েছে। বিশ্বকাপ এবং বাছাইপর্বে আমরা অনেক চাপের ম্যাচ খেলেছি। প্রমাণ করেছি, নিজেদের দিনে আমরা যে কোনো দলকে হারাতে পারি।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানিয়ে ডাচ অধিনায়ক বলেন, ‘বড় দলের বিপক্ষে খেলতে পারা রোমাঞ্চকর। বিসিবির সৌজন্যে এখানে খেলার সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার। বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে এটি বাংলাদেশের জন্যও ভালো প্রস্তুতি।’

শেয়ার করুন: