November 14, 2024
খেলাধুলা

বাংলাদেশকে লজ্জা দিয়ে শারজার ঐতিহাসিক দিন রাঙালো আফগানরা

বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। দীর্ঘ বিরতির পর আবার একদিনের ক্রিকেটে মাঠে নামছে টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি লাল-সবুজের দল। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বোলিংয়ে নেমে শুরুটা দারুন করেছিল টাইগাররা। তবে নবীর অনবদ্য ইনিংসের পরও ২৩৫ রান সংগ্রহ পায় আফগানিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে মিরাজ-শান্তর ৫৫ রানের জুটিতে ভালো শুরু পায় টাইগাররা। তবে এরপর শান্ত বিদায় নিলে তাসের ঘরের মতো ভাঙতে থাকে টাইগারদের উইকেট।

দলীয় ১৩৫ থেকে ১৩৯ রানের মাঝে হারিয়ে বসে পাঁচ উইকেট। তাতে হার চোখ রাঙাতে থাকে শান্তদের।  শেষ পর্যন্ত  শারজা ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ দিয়ে বিশ্বের প্রথম ভেন্যু হিসেবে ৩০০তম আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করার দিনে ৩৪.৩ বলে ১৪৩ রানে গুটিয়ে যায় টাইগাররা। তাতে শারজার ঐতিহাসিক দিনে ৯২ রানের বিশাল জয়ে রাঙিয়ে রাখল আফগানরা। আর এতে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে রইল হাসমতউল্লাহ শহীদীর দল।

২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১২ রানে ৫ বলে মাত্র ৩ রান করে এ এম গজানফরের বলে আউট হন তানজিদ তামিম। এরপর ক্রিজে আসা অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সৌম্য। শান্ত কিছুটা দেখেশুনে খেলতে থাকেন। অন্যদিকে রানের চাকা সচল রাখেন সৌম্য।

দুজনের পাল্টা আক্রমণে ব্যাকফুটে চলে যায় আফগানরা। তবে এরই মাঝে ওমরজাইকে পুল করতে গিয়ে ৩৩ রানে আউট হয়েছেন সৌম্য।

শেয়ার করুন: