‘বল পেয়ে শট নিলাম, ভাগ্যক্রমে জড়িয়ে গেল জালে’
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আগে থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা আজ মাঠে নেমেছিল উরুগুয়ের বিপক্ষে। এ ম্যাচে দলে ছিলেন না লিওনেল মেসি। এছাড়া চোটের কারণে খেলতে পারেননি লাউতারো মার্তিনেস, পাউলো দিবালা, জিওভানি লো সেলসো, গনসালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্তিনেসরা। ফলে আক্রমণ ভাগ নিয়ে শঙ্কাও ছিল। তবে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটিতে আলবিসেলেস্তেরা জয় পেয়েছে থিয়াগো আলমাদার করা ম্যাচের একমাত্র গোলে।
চোটের কারণে মেসি না খেলায় আর্জেন্টাইন জাদুকরের জায়গায়ই খেলেছেন আলমাদা। শুরুর একাদশে সুযোগ পেয়ে তা কাজেও লাগিয়েছেন এই তরুণ। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটিতে কষ্টার্জিত জয়ই পেয়েছে আর্জেন্টিনা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দলকে এগিয়ে দেন আলমাদা।
জুলিয়ান আলভারেজের বাড়িয়ে দেওয়া বলে শট নিয়ে জালের দেখা পান তিনি। এই গোলের মাহাত্মও বেশ। আর্জেন্টিনার জাতীয় দলের ইতিহাসে ২০০০তম গোল ছিল এটি। আর আলমাদার ক্যারিয়ারের এটি দ্বিতীয়। তবে এ গোলও ভাগ্যক্রমেই পেয়েছেন বলে জানিয়েছেন আলমাদা।
ম্যাচ শেষে এই তরুণ ফুটবলার বলেন, ‘সত্যি বলতে, আমি একটু নার্ভাস ছিলাম। আমি খেলতে চেয়েছিলাম, দেখাতে চেয়েছিলাম কেন আমি দলে ডাক পেয়েছি, ভালো কিছু করার জন্য।’
উরুগুয়ের মাঠে ম্যাচ জেতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আলমাদা বলেন, ‘আজ সবকিছু দারুণ ছিল, আমরা অনেক চেষ্টা করেছি। এটা ছিল খুব কঠিন ম্যাচ, তবে উরুগুয়েতে এসে জয় পাওয়া সত্যিই অসাধারণ। আমি বল পেলাম, শট নিলাম, আর ভাগ্যক্রমে সেটা জড়িয়ে গেল জালে!’