বটিয়াঘাটার শোলমারি নদী: অনতিবিলম্বে যার যত্ন নেওয়া জরুরী
অসংখ্য নদ-নদী জালের মত বিছিয়ে আছে বাংলাদেশের সর্বত্র, যা বাংলাদেশের প্রাণ। মানুষের দেহে যেমন শীরা উপশীরা, রক্তসংবহনতন্ত্রের অন্যতম উপাদান; নদীগুলিও বাংলাদেশের জন্য তেমন রক্তসংবহনতন্ত্র – অর্থাৎ প্রাণ। নদীর উপর মানুষের নির্ভরতা ও সাথে প্রাকৃতিক পরিবেশের অঙ্গাঙ্গিকতার কারণে বাংলাদেশকে বলা হয় নদী মাতৃক দেশ। নদী এক অর্থে, আমাদের দেশে, মায়ের মতও। মা যেমন তার সন্তানদেরকে আগলে রাখেন, নদীগুলিও তেমনি আগলে রেখেছে আমাদের, জীবনযাত্রাকে সচল ও প্রাণবন্ত রেখেছে।
কিন্তু অত্যন্ত দু:খের বিষয় হলো, আমাদের দেশে নদীর জন্য চোখে পড়ার মত উল্লেখযোগ্য কোনো যত্ন নেই। প্রাকৃতিক কারণে অসংখ্য নদী মরে যাচ্ছে, এটা সত্য কথা। তেমনি এটাও সত্য যে, অসংখ্য নদীকে আমরা উপেক্ষা ও অবহেলার মাধ্যমে হত্যা করছি। হত্যা?
হ্যা এটাতো হত্যাই। যাকে ডেলিবারেটলি মেরে ফেলা হয়, সেটাতো হত্যা। চোখের সামনে এরকম নিশংস হত্যাকান্ডের শিকার হচ্ছে খুলনার একটি নদী, যার নাম শোলমারি। নদীটির অবস্থান বটিয়াঘাটা ব্রিজের নিচে, যার অবস্থা এখন এমন শোচনীয় যে, ভাটার সময় নদীটি হেঁটে হেঁটে পার হয়ে চলে যাওয়া যায়।
একসমযকার প্রমত্ত শোলমারি নদীটি বর্তমানে জীর্ণ শীর্ণ, করুণ। আমাদের অযত্ন এটিকে বিলিয়মান করে তুলেছে। প্রতিদিন একটু একটু করে নদীটি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এই সীমাহীন উপেক্ষা, আমাদের দৃষ্টিতে, ক্ষমাহীন। আমরা চাই অনতিবিলম্বে নদীটির যত্ন নেওয়া হবে এবং একে বাঁচানোর জন্য যা যা করা দরকার সংশ্লিষ্টরা সেটা মমতার সাথে করবেন। আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।