January 8, 2025
খেলাধুলা

বছরের শুরুতেই রেকর্ড গড়লেন বুমরাহ

বল হাতে অসাধারণ এক বছর কাটিয়েছেন জসপ্রীত বুমরাহ। অবিশ্বাস্য সব পারফরম্যান্সের ফল নতুন বছরের শুরুতেই পেলেন ভারতীয় পেসার।

২০২৫ সালের প্রথম দিনেই রেকর্ড গড়েছেন তিনি। পেছনে ফেলেছেন স্বদেশী কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিনকে।

আইসিসির টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে আগে থেকেই শীর্ষে ছিলেন বুমরাহ। এবার ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্টের নতুন রেকর্ড গড়েছেন তিনি। তার বর্তমান রেটিং পয়েন্ট ৯০৭। তার আগে রেকর্ডটির মালিক ছিলেন অশ্বিন। যার নামের পাশে ছিল ৯০৪ পয়েন্ট।

অশ্বিনের রেকর্ড গত সপ্তাহে স্পর্শ করেছিলেন বুমরাহ। সর্বশেষ মেলবোর্ন টেস্টে দারুণ বোলিং করা সাবেক সতীর্থকে ছাড়িয়ে যান ৩১ বছর বয়সী পেসার। ওই টেস্টে ৯ উইকেট নেওয়ার পর ৩ পয়েন্ট বাড়ে তার। আর তাতেই তিনি পেছনে ফেলেন অশ্বিনকে।

তবে সর্বকালের সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ডে এখনও অনেক পেছনেই আছেন বুমরাহ। ইংল্যান্ডের প্রয়াত বাঁহাতি পেসার ডেরেক আন্ডারউডের সঙ্গে যৌথভাবে ১৭তম স্থানে আছেন তিনি। গত বছর তিনি ১৪.৯২ গড়ে ৭১ উইকেট নেন।

বুমরাহর রেকর্ডের দিনে এক ধাপ করে এগিয়েছেন দুই অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড (২) ও প্যাট কামিন্স (৩)। তাদের জায়গা দিতে হয়েছে এক সপ্তাহের ব্যবধানে ২ ধাপ নিচে নেমে যাওয়া দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে। তার সতীর্থ মার্কো ইয়ানসেন প্রথমবার শীর্ষ পাঁচে জায়গা পেয়েছেন। সেঞ্চুরিয়ন টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেট নিয়ে ৬ ধাপ এগিয়েছেন তিনি।

টেস্ট ব্যাটারদের এগিয়েছেন ভারতের যশস্বী জয়সওয়াল। মেলবোর্ন টেস্টের পারফরম্যান্সে ট্রাভিস হেডকে পাঁচে ঠেলে দিয়ে চারে উঠেছেন ভারতীয় ব্যাটার। তিন ধাপ উন্নতি হওয়ায় ছয় ও সাতে জায়গা করে নিয়েছেন সৌদ শাকিল ও স্টিভেন স্মিথ। তবে শীর্ষ দুইয়ে জায়গা ধরে রেখেছেন দুই ইংলিশ ব্যাটার জো রুট (১) ও হ্যারি ব্রুক (২)। আর যথারীতি তিনেই আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন।

টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তার ওপরে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ (২) ও ভারতের রবীন্দ্র জাদেজা (১)।

শেয়ার করুন: