ফ্যাসিস্টদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: বিসিবি সভাপতি
তাকে নিয়ে গত প্রায় দুই সপ্তাহ ধরে নানা কথা। অনেক উড়ো মন্তব্য। বেশ নেতিবাচক খবর। প্রথমে শোনা গেল, তিনি বিসিবির ফিক্সড ডিপোজিট করা অর্থ থেকে প্রায় ২০০ কোটির ওপরে তুলে নিয়েছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ভাইরাল হলো, বিসিবি সভাপতি ফারুক আহমেদ বোর্ডের ফিক্সড ডিপোজিট করা অর্থের একটা পরিমাণ বোর্ডের কারো মতামতের তোয়াক্কা না করে নিজের পছন্দের ব্যাংকে গচ্ছিত রেখেছেন।
এছাড়া তার সাথে ফ্যাসিবাদের দোসরদের সম্পৃক্ততার অভিযোগও এনেছেন কেউ কেউ। শনিবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপে এসব বিষয় নিয়েই কথা বলেছেন ফারুক আহমেদ।
ব্যাংকের অর্থ নিজের মতো করে তোলার অভিযোগ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘অভিযোগ বুঝলাম না, কী অভিযোগ? এটা তো আমি ব্যাখ্যা করেছি। ব্যাংকের ব্যাপার নিয়ে কথা বলেছি। এটা যা যা তা জানানো হয়েছে।’
ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে সম্পৃক্ততা প্রসঙ্গে বিসিবি সভাপতির বক্তব্য, ‘ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানো। এটা নিয়ে আমি দীর্ঘ আলোচনা করতে চাই না। ফ্যাসিস্টদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার।’
ফারুক যোগ করেন, ‘যদি সম্পর্ক থাকতো, আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু প্রেসিডেন্ট এই নতুন সরকারের। এটা আপনাদের বুঝতে হবে। নতুন সরকার যদি দেখে বিন্দুমাত্র সংশ্লিষ্টতা থাকতো আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না আজকে।’
তার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে। সেগুলোর দায় কার? এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, ‘এটা তো বলা খুব মুশকিল। কেননা, এই জায়গাটা, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদে অনেকের অনেক ইন্টারেস্ট এখানে। তারাও হতে পারে। আমরা আসলে অনেক সময় জানি না ভালো কাজগুলো নিচে পড়ে যায় এক্সটার্নাল ইনফ্লুয়েন্সে। তাই আমরা চেষ্টা করব, ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের সমালোচনা হবে। এটাই কিন্তু স্বাভাবিক।’
‘কিন্তু মাঝে মাঝে ভালো কাজগুলো নিচে চাপা পড়ে যায় এই খারাপ কাজের ভিড়ে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি সত্যিটা তুলে ধরেন এবং নিরপেক্ষভাবে কাজ করেন আমার মনে হয় যে, অপ্রয়োজনীয় সমালোচনামুক্ত হতে পারি। এটা আমার সবার কাছে রিকুয়েস্ট থাকবে। কেননা আমি এমন একজন মানুষ। আপনারা যদি গঠনমূলক সমালোচনা করেন, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড। কিন্তু কিছু বিষয় আছে অপ্রয়োজনীয় সমালোচনা। আশা করি, না করলেই ভালো। আমাদের মেইন ফোকাসটা সরে যায় তাহলে। আমার মেইন দায়িত্বটা তো বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া, ওইগুলোতে যে আমার ক্রুটিগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করুন, তারপরে বাকি কাজ।’