April 20, 2025
আঞ্চলিকলেটেস্ট

ফেনীতে ট্রেনে কাটা পড়ে যাত্রীর মৃত্যু

ফেনী রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফেনী স্টেশন মাস্টার মো: হারুন এর সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ১২টার দিকে স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মের পাশে চট্টগ্রামমুখী একটি তেলাবাহী ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক লোকের মৃত্যু হয়েছে । পেশায় সে একজন শ্রমিক ছিল। তিনি বলেন, তারা তিনজন শ্রমিক তাদের গন্তব্যে যাওয়ার জন্য সকালে একসাথে স্টেশন এলাকায় আসে। ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের জন্য তারা অপেক্ষা করছিলেন। ফুলগাজী উপজেলার মুন্সীরহাটে দিনমজুরের কাজ করত বলে জানান তার সাথে থাকা দুজন। ওই দুজন শ্রমিক জানান, ট্রেন আসার পূর্বে স্টেশনের অপরপ্রান্তে বাথরুমে যান লোকটি। পরে কর্ণফুলী ট্রেন স্টেশনে ঢুকলে তারা দুজন ট্রেনে উঠেন অন্যজন ট্রেনে উঠার জন্য ১ নম্বর লাইনে আসতেই ৩ নম্বর লাইনে তেলবাহী ট্রেনের নিচে কাটা পড়েন। মুহুর্তেই তার শরীর বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা জানান, স্টেশনে এ তিনজন লোককে সকাল থেকে এদিক ওদিক ঘুরাঘুরি করতে দেখা যায়। দুপুরে কর্ণফুলী ট্রেনটি যখন স্টেশনের ১ নম্বর মুল প্লাটফর্মে প্রবেশ করে তখন লোকটি স্টেশনের ৩ নম্বর লাইন দিয়ে তাড়াহুড়ো করে দৌড়ে আসার সময় আরেকটি ট্রেনের নিচে কাটা পড়েন।

ফেনী রেলওয়ে স্টেশনের (জিআরপি) পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমজাদ আলী চৌধুরী বলেন,ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিচ্ছিন্ন লাশটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। অজ্ঞাত লাশটির পরিচয় পাওয়া যায়নি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন: