প্রাতিষ্ঠানিক সংস্কারের পর নির্বাচন: নাহিদ ইসলাম
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পর অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন আয়োজন করা হবে।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানী বিজ্ঞান কলেজে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা নাহিদ বলেন, বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র করে ছাত্রদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।
গণঅভ্যুত্থানের চেতনা অনুযায়ী দেশ চলছে জানিয়ে নাহিদ বলেন, লুটপাট, অর্থ পাচার, গুম ও খুনের বিচার করা হবে।
এসময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমাকে মাননীয় ও মহোদয় বলার দরকার নেই, আমি আপনাদের ভাই।