November 23, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

প্রধানমন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন : মেয়র

খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁরই দিক নির্দেশনায় দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত নতুন নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।
সিটি মেয়র শুক্রবার সকালে নগরীর সোনাডাঙ্গায় খুলনা কলেজিয়েট এন্ড প্রি-ক্যাডেট স্কুল ময়দানে শিক্ষা প্রতিষ্ঠানের ১ম পুনর্মিলনী ও ৩৮ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্কুলের প্রাক্তন শিক্ষার্থীগণ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
সিটি মেয়র আরও বলেন, খুলনা মহানগরীর কয়েকজন গুণী ব্যক্তির মহতী কর্ম প্রচেষ্টায় খুলনা কলেজিয়েট এন্ড প্রি-ক্যাডেট স্কুলটি প্রতিষ্ঠিত হয় যা এ অঞ্চলে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাঠদানে মনোরম পরিবেশ তৈরিতে এ প্রতিষ্ঠানেও বহুতল একাডেমিক ভবন নির্মাণের কাজ প্রায় সমাপ্তির পথে উল্লেখ করে তিনি শিক্ষার মানোন্নয়নে পাঠদানে শিক্ষকদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান।
প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ জালাল উদ্দিন রুবেল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা কলেজিয়েট এন্ড প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শেখ রেজাউল করিম, সাবেক ভাইস প্রিন্সিপ্যাল মোছা: হোসনেয়ারা ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান। শুভেচ্ছা বক্তৃতা করেন স্কুলের প্রাক্তন ছাত্র মো: কামরুজ্জামান সবুজ এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ফারুক হাসান হিটলু।
সিটি মেয়র বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষর্থীবৃন্দ এলামনাই উপলক্ষ্যে কেক কাটেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী, বর্তমান ছাত্র-ছাত্রী এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *