প্রধানমন্ত্রী চাইলে রাজনীতিতে আসবেন জায়েদ খান
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খান। যার কর্মকাণ্ড নিয়ে প্রায়ই নেটপাড়ায় চলে তুমুল ব্যঙ্গ-বিদ্রুপ। সোশ্যাল মিডিয়ায় তার সামান্য কথাও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। যদিও এসব আলোচনা-সমালোচনা একদম গায়ে মাখেন না তিনি। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে এ নায়কের। সেখানে তিনি আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এরইমধ্যে তার বক্তব্যের এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে জায়েদ খান বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন জায়েদ খানকে রাজনীতির জন্য কোনো আসনের দরকার সেক্ষেত্রে আমি নির্বাচনের জন্য প্রস্তুতি নেব।’’ তিনি আরো বলেন, ‘‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছি আর সিনেমায় যে পলিটিক্স তা আর নরমাল রাজনীতিতে নেই।’’
আলোচিত চিত্রনায়ক বর্তমানে একটি শোতে অংশ নিতে দুবাইতে অবস্থান করছেন। ১৬ই আগস্ট ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। সেখানে তিনদিন থেকে সিঙ্গাপুর যাবেন তিনি। সেখানে কয়েকদিন থেকে ফিরবেন দেশে। ফিরেই শুরু করবেন নতুন সিনেমার কাজ।
কিছুদিন আগেই নিউ ইয়র্কে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিয়েছেন জায়েদ খান। এদিকে জায়েদ খান অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ‘সোনারচর’ ও ‘বাহাদুরী’ অন্যতম।
সিনেমার পাশাপাশি ‘চলচ্চিত্র শিল্পী সমিতি’ নিয়ে বেশ সরব এই নায়ক। টানা দুইবার নির্বাচিত হয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। তৃতীয়বার এই পদে চিত্রনায়িকা নিপুণের সঙ্গে আইনি ঝামেলায় আটকে গেছে তার সাধারণ সম্পাদক পদ।
বিনোদন ডেস্ক