প্রথম ম্যাচেই বাংলা টাইগার্সের হার, সাকিবের ২ উইকেট
আবুধাবি টি-টেন লিগের এবারের আসর শুরু হয়েছে আজ। শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। স্যাম্প আর্মির বিপক্ষে এই ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। তবে বাংলাদেশের সাবেক অধিনায়কের দুর্দান্ত পারফর্ম্যান্সের পরও জিততে পারেনি তার দল।
আগে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই এক ওপেনারকে হারায় বাংলা টাইগার্স। দলীয় ২১ রানে আউট হন লুকমান ফয়সাল। তবে লুকমান আউট হলেও ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন আরেক ওপেনার হযরতউল্লাহ জাজাই ও দাশুন শানাকা।
এ দুজনই খেলেছেন আগ্রাসী ইনিংস। শানাকা ২৭ বলে খেলে করেন ৬২ রান। অন্যদিকে জাজাই ২৬ বলে করেন ৩৫ রান করেন। এ দুজনের জুটিতে ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৬ রানের সংগ্রহ পায় বাংলা টাইগার্স।
এদিকে লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারালেও ৩ বল হাতে রেখেই জয়ের দেখা পায় স্যাম্প আর্মি। প্রথম ওভারেই ওপেনার সার্জিল খান আউট হন জশ লিটলের বলে। এরপর চতুর্থ ওভারে আরেক ওপেনার ফাফ ডু প্লেসিকে ফেরান সাকিব। সাকিবের বলে আউট হওয়ার আগে ডু প্লেসি করেন ১৪ বলে ২৯ রান।
এরপর স্যাম্প আর্মির দলীয় ৬৪ রানে ফের আঘাত হানেন সাকিব। তার বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে আউট হন রোহান মোস্তাফা। এছাড়া একটি রান আউটেও অবদান রেখেছেন সাকিব। তবে সাকিবের দুর্দান্ত পারফর্ম্যান্সও তার দলকে জয়ের বন্দরে ভেড়াতে পারেনি। জ্যাক টেইলরের ১৩ বলে ২৭ আর করিম জানাতের ৯ বলে ১৫ রানের ইনিংসে ৬ উইকেটের জয় পায় স্যাম্প আর্মি।