প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন রোহিত
ইন্ডিয়ান প্রিমিইয়ার লিগে (আইপিএল) গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। যেখানে ৪ বলে ৮ রান করেছেন রোহিত শর্মা। ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও ম্যাচ খেলতে নামার সময়ই একটা রেকর্ড গড়েছেন তিনি।
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৪৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার ইতিহাস গড়লেন রোহিত। ২০০৭ সালে মুম্বাইয়ের হয়ে বারোদার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন রোহিত। সে বছর ২০ ওভারের ক্রিকেটে ভারতের বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় ভারত। তার পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি। তবে আইপিএল খেলছেন। গতকাল শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজের ৪৫০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাইলফলক স্পর্শ করলেন রোহিত।
এই তালিকায় রোহিতের পর দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক। কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক ৪১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। ভারতীয় দলের সাবেক অধিনায়ক এখনও পর্যন্ত ৪০১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
তালিকায় চতুর্থ স্থানে মহেন্দ্র সিংহ ধোনি। ভারতকে জোড়া বিশ্বকাপ এনে দেওয়া সাবেক এই অধিনায়ক এখনও পর্যন্ত খেলেছেন ৩৯৩টি ২০ ওভারের ম্যাচ। পঞ্চম স্থানে রয়েছেন সুরেশ রায়না।সাবেক এই অলরাউন্ডারের খেলা টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা ৩৩৬।