প্রতি সেকেন্ডে ৫০ লাখ টাকার বেশি আয় করছেন নেইমার
চোটের কারণে নেইমারের মাঠে অনুপস্থিতি নতুন কিছু নয়। খেলাধুলার চেয়ে বেশির ভাগ সময় কাটে পুনর্বাসন প্রক্রিয়ায়। তবে মাঠে কম সময় খেলেও আয় থেমে নেই ব্রাজিলিয়ান সুপারস্টারের। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটো দিয়েছে চমকপ্রদ এক তথ্য।
২০২৪ সালে নেইমার মাঠে নেমেছেন মাত্র দুই ম্যাচে, যা যোগফলে ৪২ মিনিট। সৌদি ক্লাব আল হিলালের হয়ে সেই অল্প সময়ে মাঠে নামলেও বছরে আয় করেছেন ১০ কোটি ১০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৬৯ কোটি ২৭ লাখ টাকা)। এর মানে প্রতি সেকেন্ডে তার আয় হয়েছে ৫০ লাখ ৩৭ হাজার টাকা।
নেইমারের এই দুই ম্যাচ ছিল এএফসি চ্যাম্পিয়নস লিগে আল আইন ও এসতেগলাল এফসির বিপক্ষে। বদলি খেলোয়াড় হিসেবে নামা এই দুই ম্যাচে গোল করতে পারেননি বা সতীর্থদের দিয়ে করাতেও পারেননি নেইমার। যদিও দল হিসেবে আল হিলাল জয় পেয়েছিল। আল আইনকে হারিয়েছিল ৫-৪ ব্যবধানে এবং এসতেগলালের বিপক্ষে জয় ছিল ৩-০ গোলে।
ফুট মেরকাটোর হিসাব অনুযায়ী, ২০২৪ সালে নেইমার বল পায়ে লাগিয়েছেন মাত্র ৪৫ বার। এতে প্রতি টাচে তার আয় দাঁড়ায় প্রায় ১৪ কোটি ৮ লাখ টাকা।
২০২৩ সালের আগস্টে প্যারিস সেন্ট জার্মেই থেকে আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। সৌদি ক্লাবে ১৭ মাসের ক্যারিয়ারে তিনি সব মিলিয়ে খেলেছেন মাত্র ৭ ম্যাচ। শোনা যাচ্ছে, আল হিলাল আর নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহী নয়।
নেইমারের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন থেমে নেই। পুরোনো সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে ইন্টার মায়ামিতে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও, ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।