August 3, 2025
খেলাধুলা

প্রতিপক্ষের জালে ৭ গোল, বার্সেলোনার বড় জয়

প্রতিপক্ষ সিউল এফসির সঙ্গে শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে ছিল বার্সেলোনা। মাঠের খেলাতেও দেখা গেল তারই প্রতিফলন। ম্যাচের অষ্টম মিনিটে প্রথম গোল করার পর রীতিমতো গোল উৎসবে মেতে উঠল কাতালান ক্লাবটি। অবশ্য দমে না গিয়ে ভীতি ছড়িয়েছে সিউলও। যদিও শেষ পর্যন্ত বড় জয়ে শেষ হাসি বার্সারই।

এশিয়া সফরে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার দল সিউল এফসিকে ৭-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা।

বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সিতে আজ প্রথম গোলের দেখা পেয়েছেন লামিনে ইয়ামাল। প্রথমার্ধে দুটি গোল করেছেন তিনি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেছেন ফেরান তরেস। এছাড়া একবার করে জালের দেখা পেয়েছেন রবার্ট লেভানদোভস্কি, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও গাভি।

তিন দিন আগে জাপানের ক্লাব ভিসেল কোবেকে ৩-১ গোলে হারানো ম্যাচের মতো এদিনও দুই অর্ধে ভিন্ন দুই একাদশ মাঠে নামান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তবে দুই অর্ধেই সমান দাপট দেখিয়েছে তার দল। ৭৩ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে গোলের জন্য ১৯টি শট নিয়ে ১৩টি লক্ষ্যে রাখতে পারে লা লিগা চ্যাম্পিয়নরা। সিউলের ৯ শটের ৪টি ছিল লক্ষ্যে।

অষ্টম মিনিটে ইয়ামালের শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগার পর কাছ থেকে গোল করে দলকে এগিয়ে নেন পোলিশ তারকা লেভানদোভস্কি। চতুর্দশ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে ব্যবধান বাড়ান ইয়ামাল। ২৬তম মিনিটে ব্যবধান কমান ইয়াং-উক চো। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ইয়াহান আল-আরাবের গোলে সমতাও ফেরায় স্বাগতিকরা।

তবে দুই মিনিট পরই নিজের দ্বিতীয় গোলে আবার দলকে লিড এনে দেন ইয়ামাল। দানি ওলমোর রক্ষণ চেরা পাসে ক্ষিপ্রতায় বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে, আরেকজনের বাধা এড়িয়ে জাল খুঁজে নেন ১৮ বছর বয়সী উইঙ্গার। এরপর ৫৫তম মিনিটে ক্রিস্টেনসেন, ৭৪তম মিনিটে তরেস, ৭৬তম মিনিটে গাভির গোলে স্কোরলাইন ৬-২ করে ফেলে বার্সেলোনা।

ম্যাচের ৮৫তম মিনিটে ব্যবধান কমায় সিউল। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় ও দলের সপ্তম গোল করেন তরেস। এশিয়া সফরে নিজেদের শেষ ম্যাচে আগামী সোমবার দক্ষিণ কোরিয়ার আরেক দল দেগু এফসির মুখোমুখি হবে বার্সেলোনা।

শেয়ার করুন: