January 11, 2025
বিনোদন জগৎ

পুলিশ হেফাজত থেকে ছাড়া পেয়ে যা বললেন নিপুণ

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ছাড়া পেয়েই দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খোলেন নিপুণ।

পুলিশ হেফাজতে কাটানোর বিষয়টি অস্বীকার করে অভিনেত্রী বলেন, ‘আমি বনানীর বাসায় আছি। এই খবর ভুয়া। এর বাইরে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ফালতু সব বিষয়।’

তবে সিলেট ওসমানী আন্তর্জা‌তিক বিমানবন্দরের পরিচালক হা‌ফিজ আহমদ গণমাধ্যমকে জানান, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের এক‌টি ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন নিপুণ। এ সময় গোয়েন্দা সংস্থার আপ‌ত্তিতে তাকে আটকে দেওয়া হয়। পরে ইমিগ্রেশন পু‌লিশে‌র কাছে হস্তান্তর করা হয় তাকে।

সিলেট মহানগর পু‌লিশের উপক‌মিশনার (গণমাধ‌্যম) মোহাম্মদ সাইফুল ইসলামও বলেন, যুক্তরাজ্যে যাওয়ার জন‌্য নিপুণ সড়কপথে সিলেটে এসে‌ছিলেন। কিন্তু ইমিগ্রেশনে আটকে দেওয়‌ার পর তি‌নি আর ওই বিমানে উঠতে পারেন‌নি। পরে বিমানবন্দর থেকে তি‌নি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর আড়ালে চলে যান শোবিজের পরিচিত মুখ নিপুণ। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এ অভিনেত্রীকে। অনেকেই বলছিলেন, গ্রেপ্তার আতঙ্কে দেশে ছেড়েছেন নিপুণ। তবে, সিলেট বিমানবন্দরে তাকে আটকে দেওয়ার খবর প্রকাশ্যে আসায় নিশ্চিত হওয়া গেল, তিনি দেশেই ছিলেন।

শেয়ার করুন: