January 16, 2025
বিনোদন জগৎ

পুরুষের পদোন্নতি হলে পরিশ্রম, নারীর ক্ষেত্রে শরীরের বিনিময়: স্বস্তিকা

অপ্রিয় সত্য মুখের ওপর বলতে ভালোবাসেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাতে অনেকের অস্বস্তি তৈরি হয়। সেসব নিয়ে মোটেই ভাবেন না এ তারকা। বরং স্বভাবসুলভভাবে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ— সব বিষয়ে নাক গলান। এবার মন্তব্য করলেন লিঙ্গ বৈষম্য নিয়ে।

পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, মহিলাদের ক্ষেত্রে শরীরের বিনিময়— ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এরকমই বলেছেন অভিনেত্রী। তাকে প্রশ্ন করা হয়েছিল, বর্তমান সময়েও কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য দেখা যায়?

জবাবে অভিনেত্রী বলেন, ‘অবশ্যই। ২০২৫ সালেও কর্মক্ষেত্রে আমাদের মহিলাদের অধিকার নিয়ে লড়াই করতে হয়। কোনও পুরুষের যদি পদোন্নতি হয়, সে ক্ষেত্রে বলা হয় পরিশ্রমের জোরে যোগ্যতা দিয়ে পদোন্নতি হয়েছে। কিন্তু একজন মহিলার ক্ষেত্রে বলা হয়, অনুচিত পন্থায় রফা করেছেন বা তার শরীরের বিনিময়, সৌন্দর্যের নিরিখে পদোন্নতি হয়েছে। সেটা তো রয়েছেই। মহিলাদের দক্ষতা, কাজের প্রতি অনুরাগ উপেক্ষা করা হয় সর্বতোভাবে।’

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত ওয়েব কনটেন্ট ‘নিখোঁজ ২’। এটি নিয়েও কথা বলেছেন তিনি। তার কথায়, ‘‘এবারের ‘নিখোঁজ ২’-এ আগের ঘটনার সমাধান খুঁজে পাবে দর্শক। প্রচুর মানুষ ইতিমধ্যেই ‘নিখোঁজ ২’ দেখে সরাসরি আমাকে সমাজমাধ্যমে লিখছেন। আমি লেখাগুলো ভাগ করে নিচ্ছি।’’

‘নিখোঁজ ২’ মুক্তি পেয়েছে হইচইয়ে। পরিচালক অয়ন চক্রবর্তী। স্বস্তিকা ছাড়াও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী প্রমুখ। হারিয়ে যাওয়া এক তরুণীকে খোঁজার গল্পে নির্মিত হয়েছে এ কনটেন্ট।

শেয়ার করুন: