January 10, 2025
আন্তর্জাতিক

পুতিনকে ‘প্রিয় কমরেড’ সম্বোধন করে নববর্ষের শুভেচ্ছা বার্তা কিমের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লেখা এক চিঠিতে ‘‘প্রিয় বন্ধু’’ সম্বোধন করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রুশ নেতার কাছে লেখা নববর্ষের শুভেচ্ছা চিঠিতে দ্বিপাক্ষিক ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসাও করেছেন তিনি। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে নিজেদের মাঝে দ্বিপাক্ষিক রাজনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গভীর করেছে মস্কো-পিয়ংইয়ং। এরপর থেকে বারবার নিজেদের ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলে আসছেন পুতিন এবং কিম।

চলতি বছরের জুনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির সঙ্গে যুগান্তকারী দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। এর পরপরই চুক্তিটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়। চুক্তির পর ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সহায়তার জন্য দশ হাজারের বেশি সৈন্য মোতায়েন করেছে উত্তর কোরিয়া।

কেসিএনএ বলেছে, নববর্ষের শুভেচ্ছা বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে  ‘‘প্রিয় বন্ধু ও কমরেড’’ হিসাবে অভিহিত করেছেন কিম জং।

এতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা ভ্রাতৃত্বপূর্ণ রুশ জনগণ এবং সাহসী রুশ সেনাবাহিনীর সমস্ত কর্মীদের নিজের পক্ষ থেকে, কোরিয়ান জনগণ এবং সশস্ত্র বাহিনীর সমস্ত কর্মীদের পক্ষে থেকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

একই সঙ্গে নতুন বছরে দুই দেশের অর্থপূর্ণ সম্পর্ক ও নতুন নতুুন প্রকল্পের যাত্রা শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন কিম। ইউক্রেনের যুদ্ধের বিষয়ে কিম জং উন বলেন, ২০২৫ সালে রুশ সেনাবাহিনী ও জনগণ নব্য-নাৎসিবাদকে পরাজিত করে মহান বিজয় অর্জন করবে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া অভিযোগ করে বলেছে, পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তার লক্ষ্যে রাশিয়ায় ১০ হাজার সৈন্য মোতায়েন করেছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, রাশিয়া-উত্তর কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করে কিম জন উনকেও একই ধরনের বার্তা পাঠিয়েছেন পুতিন।

শেয়ার করুন: