পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে। এর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকারের পক্ষ থেকে একা সব কিছু করা সম্ভব না, তাই সবাইকে এই ব্যাপারে একত্রিত হয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে হেলিকপ্টারে করে রাঙামাটির বাঘাইহাট ও সাজেক পরিদর্শন শেষে স্থানীয় বিজিবি সেক্টরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাহাড়ে কোনও ধরনের চাঁদাবাজি বা অস্ত্রবাজি করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং যারা আইন হাতে তুলে নেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, ভারতের মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার ও গুজব রটিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। দেশের মিডিয়া দ্বারা এ অপপ্রচারকে প্রতিহত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ্, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন প্রমুখ। এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা বাঘাছড়ির বাঘাইহাট ব্যাটালিয়ন ও সাজেকের বিওপি পরিদর্শন করেন।