November 24, 2024
খেলাধুলা

পাকিস্তান সিরিজে সাকিব খেলবেন কি না জানাল বিসিবি

গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে সাকিব আল হাসান এখন কানাডায়। যার জন্য আগামী ১২ আগস্ট পর্যন্ত এই টাইগার অলরাউন্ডারকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। এরপর তিনি পাকিস্তান সিরিজে খেলবেন কি না তা নিয়ে আলোচনা তৈরি হয়। আর খেললেও দলের সঙ্গে কবে যোগ দেবেন সেটাও এতদিন জানা যায়নি। সেসব প্রশ্নের উত্তর স্পষ্ট করলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

আজ (বুধবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের পাকিস্তান সিরিজে খেলা নিয়ে এই বোর্ড পরিচালক বলেন, ‘সে খেলবে, কথা হয়েছে। বোর্ডের সঙ্গে কথা হয়েছে, যোগাযোগ হয়েছে আমার সঙ্গেও। সময় যদি না থাকে সে দুবাই থেকে সরাসরি চলে যাবে। অথবা সে ঢাকায় এসে দুই-একদিন প্র্যাকটিস করে তারপর টিমের সঙ্গে যোগ দিতে পারে। অর্থাৎ, পাকিস্তান সিরিজে তাকে পাওয়া যাবে।’

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কানাডায় ম্যাচ শেষে এক দর্শকের তোপের মুখে পড়েন সাকিব। যেখানে সাকিব দেশের চলমান পরিস্থিতি নিয়ে নীরব কেন– এই প্রশ্ন করেন ওই সমর্থক। যার জবাবে সাকিব বলেন, ‘দেশের জন্য আপনার অবদান কী?’ বিষয়টি নিয়ে বিসিবির প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় জালাল ইউনুসের কাছে।

এ নিয়ে বিসিবি পরিচালক বলেন, ‘ক্রিকেটে সাকিবের অবদান আপনারাও ভালো করে জানেন। আমি কিন্তু ভিডিওটা দেখি নাই আমার কমেন্ট করা ঠিক হবে না। তবে আমরা জানি প্রবাসী কিংবা ক্রিকেটার সবারই যার যার জায়গা থেকে দেশের জন্য অবদান আছে। সাকিব এমনটা (আপনার কী অবদান?) বলে থাকলে ঠিক করেনি।’

তিনি আরও বলেন, ‘আর দেশের জন্য সাকিবের অবদান নিয়ে প্রশ্ন করা কিন্তু উচিৎ ছিল না। বাংলাদেশ ক্রিকেটে সাকিবের অবদান কী আমরা সবাই জানি। আমাদের ক্রিকেটে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের অবদান কিন্তু অস্বীকার করা যাবে না। আর সাকিব যা বলেছে এটি তার ব্যক্তিগত ব্যাপার, কোন ধরনের অবদান তার কাছে (দর্শক) জানতে চেয়েছে, সেটাও আমি জানি না।’

উল্লেখ্য, আগামী ২১ আগস্ট থেকে বাংলাদেশ-পাকিস্তানের দুই টেস্টের সিরিজ শুরু হবে। যেখানে ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম ও ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্টে নামবে শান্ত-বাবর আজমের দল।

শেয়ার করুন: