পাকিস্তান ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো ট্রাম্প প্রশাসন
পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করল আমেরিকা। বিশেষ কয়েকটি জায়গা উল্লেখ করে সেখানে একেবারেই না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (৭ মার্চ) আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান নিয়ে একটি বিবৃতিটি জারি করেছে।
এতে বলা হয়েছে, পাকিস্তানে এখন পর্যটক এবং বিদেশিদের উপর হামলার শঙ্কা বেড়েছে। তাই আমেরিকান নাগরিকের পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা থাকলে তা দ্বিতীয়বার বিবেচনা করতে বলেছে ডোনাল্ড ট্রাম্প সরকার।
এছাড়া, কয়েকটি জায়গা ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশেষ করে যে জায়গাগুলিতে যেতে নাগরিকদের নিষেধ করা হয়েছে- তার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকা, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলওসি), বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া।
সন্ত্রাসবাদ এবং সশস্ত্র সংঘাতের আশঙ্কায় এই জায়গাগুলি একেবারেই নিরাপদ নয় বলে উল্লেখ করা হয়েছে মার্কিন সরকারের বিবৃতিতে।
সতর্কবার্তায় বলা হয়েছে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি পাকিস্তানে হামলার পরিকল্পনা করেই চলেছে। বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ার মতো এলাকায় ঘন ঘন সন্ত্রাসবাদী হামলা হয়। বহু মানুষ মারা যান। নিস্তার পান না সেখানকার স্থানীয় বাসিন্দারাও।
এই ধরনের হামলা যখন তখন হতে পারে, কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই। পাকিস্তানের দোকান, বাজার, স্কুল, কলেজ, শপিং মল, বিমানবন্দর, হাসপাতাল এমনকি ধর্মীয় স্থানগুলিতেও সন্ত্রাসবাদী হামলা হয়ে থাকে। অতীতে এই জঙ্গিরা আমেরিকান নাগরিক, কূটনীতিকদের একাধিক বার ‘টার্গেট’ করেছিল।
ভারত-পাকিস্তান সীমান্ত প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ভারত-পাকিস্তান সীমান্তের ধারেকাছে কেউ যাবেন না। এই এলাকায় একাধিক জঙ্গিগোষ্ঠী সক্রিয়। নাগরিকদের জন্য ভারত এবং পাকিস্তানের একটিই সীমান্ত সংলগ্ন এলাকা খোলা। তা হল পঞ্জাব প্রদেশের ওয়াঘা (পাকিস্তান) এবং আটারি (ভারত)।
কিন্তু এই সীমান্তে যেতে চাইলেও আগে সেখানকার পরিস্থিতি যাচাই করে নিতে হবে।বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়াতে কেউ কোনো ভাবেই যাবেন না। এগুলি জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির ঘাঁটি।
উল্লেখ্য, মাঝেমধ্যেই বিভিন্ন দেশ সম্পর্কে এই ধরনের ভ্রমণ সংক্রান্ত সতর্কবার্তা জারি করে থাকে আমেরিকা। ২০২৪ সালে ভারতের বেশ কিছু জায়গার নাম উল্লেখ করে একই ভাবে সতর্ক করা হয়েছিল। তালিকায় ছিল জম্মু ও কাশ্মীর এবং মণিপুর।