April 3, 2025
আন্তর্জাতিক

পাকিস্তানে ‘ড্রোন হামলায়’ ১১ বেসামরিক নাগরিক নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মারদানে নিরাপত্তা বাহিনীর ড্রোন হামলায় ১১ বেসামরিক নিহত হয়েছে। শনিবার (২৯ মার্চ) মারদানের কাতলাং তহসিলের অধীনে থাকা শামোজাই এলাকায় এ ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মারদার জেলার তাকলাং তেসিল এলাকার শামোজিয়াতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, অভিযানের সময় ড্রোন ব্যবহার করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। তারা সবাই খামারি হিসেবে ওই এলাকায় কাজ করছিলেন।

মারদানের জেলা প্রশাসক বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার ঘটনা স্বীকার করে প্রেস নোট দিয়েছেন। সেখানে এ ঘটনাকে ‘অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জানতে পারে, পাহাড় বেষ্টিত কাতলাং এলাকায় সন্ত্রাসীদের আস্তানা রয়েছে। এরপর সেখানে অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী। এ সময় অপ্রত্যাশিতভাবে কিছু হতাহতের ঘটনা ঘটে।

শেয়ার করুন: