August 21, 2025
আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্গে উত্তেজনা, রাতে ব্ল্যাকআউটের মহড়া চালাবে ভারত

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে আজ রোববার (৪ মে) রাতে পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাস ও আশপাশের এলাকায় ব্ল্যাকআউটের মহড়া চালাবে ভারত। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাস এলাকায় স্থানীয় সময় রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এই মহড়া চালানো হবে।

মহড়া যেন সফলভাবে করা যায় সেজন্য ফিরোজপুর সেনানিবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা সেখানকার উপকমিশনার এবং স্টেশন হেডকোয়ার্টারের ‘সহায়তা এবং সহযোগিতা’ চেয়েছেন।

মহড়ার সময়টায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশনের কাছে অনুরোধ জানিয়েছেন এ কর্মকর্তা। এছাড়া এ সময়ে সবার নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে চিঠি ইস্যু করেছে সেনানিবাসের বোর্ড কর্মকর্তা।

মহড়ার উদ্দেশ্য নিয়ে বলা হয়েছে, “এটির লক্ষ্য হলো চলমান যুদ্ধের হুমকির সময় ব্ল্যাকআউট পদ্ধতি বাস্তবায়নে প্রস্তুতি এবং কার্যকারিতা নিশ্চিত করা।”

ব্ল্যাকআউট সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বিভিন্ন জায়গায় এক ব্যক্তিকে ঘোষণা দিতে শোনা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এর পেছনে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে ভারত। এরপর পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল, সীমান্ত বন্ধ ও পাকিস্তানিদের ভিসা বাতিলসহ কিছু ব্যবস্থা নেয় তারা। এর জেরে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা তৈরি হয়। পাকিস্তানও সীমান্ত বন্ধ, সিমলা চুক্তি বাতিলসহ ভারতের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেয়।

হামলার পর থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। গত ১০দিন প্রতি রাতে সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

শেয়ার করুন: