November 26, 2025
আন্তর্জাতিক

পাকিস্তানি সেনাদের অভিযানে ‘ভারতের মদদপুষ্ট’ ২২ সন্ত্রাসী নিহত

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নুতে অভিযান চালিয়ে ২২ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা। তাদের ‘ভারতের মদদপুষ্ট খারেজি’ হিসেবে অভিহিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। এক বিবৃতিতে পাক আইএসপিআর বলেছে, ভারতীয় প্রক্সি ফিতনা আল-খারেজির উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এরপর ব্যাপক গোলাগুলিতে সেখানে ২২ জন নিহত হয়। বান্নু এলাকায় আরও কোনো সন্ত্রাসী থাকলে তাদের খুঁজে বের করতে ‘পরিচ্ছন্ন’ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর। পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি আফগানিস্তানের নতুন করে পাকিস্তানের চালানো বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলায় চালায় পাকিস্তান। এতে ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান সরকার। যদিও পাকিস্তান হামলার কথা অস্বীকার করেছে। এর আগে গত অক্টোবরে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘর্ষ থামলেও উত্তেজনা বিরাজমান ছিল। গত সোমবার পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হওয়ার পর রাতে আফগানিস্তানে বিমান হামলা চালায় ইসলামাবাদ। পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়ে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, “আমাদের আকাশসীমা, অঞ্চল এবং জনগণকে রক্ষা করা আমাদের বৈধ অধিকার। উপযুক্ত সময়ে একটি প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।”
শেয়ার করুন: