পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ
আসন্ন নারী বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ‘এ’ দলকে ১৬৭ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। ওপেনার ফারজানা হক করেন ৫০ রান, এরপর অধিনায়ক নিগার সুলতানা খেলেন ৭০ রানের দারুণ ইনিংস। শেষদিকে ঝড় তোলেন দিলারা আক্তার ও জান্নাতুল ফেরদৌস। দিলারার ১৭ বলে ২৯ আর জান্নাতুলের ৩৪ বলে ৪৬ রানে ভর করে ৪৯.৪ ওভারে ২৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। পাকিস্তান ‘এ’ দলের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ওয়াহিদা আক্তার ও উম্মে হানি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। বাংলাদেশি বোলারদের ধারালো আক্রমণের মুখে নিয়মিত উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ৩৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০৯ রানেই থেমে যায় তাদের ইনিংস। দুয়া মজিদ করেন সর্বোচ্চ ৩২ রান, অপরপ্রান্তে উম্মে হানি করেন ২৬ রান। বাকিরা কেউই উল্লেখযোগ্য কিছু করতে পারেননি।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার, ফাহিমা খাতুন এবং রাবেয়া খান। বিশাল জয় পেয়ে খুশি বাংলাদেশ কোচিং স্টাফ ও ক্রিকেটাররা। বাছাইপর্বের আগে এমন একটি পারফরম্যান্স দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।