পশ্চিমবঙ্গে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচি, মোতায়েন করা হচ্ছে পুলিশ
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ জানাতে আজ বুধবার মধ্যরাতে পশ্চিমবঙ্গে ‘মেয়েরা রাত দখল করো” কর্মসূচি পালন করবেন বিক্ষোভকারীরা।
এতে এই কর্মসূচি পালনে অনেক নারী রাস্তায় নেমে আসার প্রস্তুতি নিচ্ছেন। এমন অবস্থায় পশ্চিমবঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে পুলিশ দাবি করেছে এই কর্মসূচিতে যারা অংশ নেবেন তাদের নিরাপত্তা দিতে পুলিশ মোতায়েন করা হবে। কর্মসূচিতে কোনো বাধা প্রদান করা হবে না।
ওই আন্দোলনের জন্য কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে, এ নিয়ে কলকাতা পুলিশ এবং রাজ্যপুলিশের উচ্চ পর্যায়ে বৈঠকও হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ওই বৈঠকের পরে নির্দেশ দিয়েছেন, সব জায়গায় পর্যাপ্ত নারী পুলিশ মোতায়েন করতে হবে। কোন রকম অবাঞ্ছিত পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে ডিজি নির্দেশ দিয়েছেন, পুলিশ যেন আন্দোলনকারীদের সঙ্গে সযোগিতার পরিবেশ বজায় রাখে।
রাজ্যপুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন , ‘‘রাতে যারা রাস্তায় থাকবেন, তাদের কোথাও আটকে দেওয়া পরিকল্পনা নেই। তবে জমায়েত বেশি হলে পুলিশ যেমন নজর রাখে বা কোথাও কোনও অনভিপ্রেত ঘটনা না-ঘটে, সেটাই নজরে রাখবে পুলিশ।’’ পুলিশ সূত্রের খবর, কলকাতা শহরের নিরাপত্তার জন্য প্রতিটি ডিভিশনে ডিসি পদমর্যাদার এক জন এবং এসি পদমর্যাদার একজন অফিসার থাকেন। বুধবার, ১৫ আগস্টের আগের রাতের জন্য বাড়তি নিরাপত্তা রাখা হবে। টহলদারিও চলবে। বিভিন্ন থানার উচ্চপদস্থ কর্মকর্তারাও থাকবেন।
পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, মেয়েদের রাত দখল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন যাদবপুরের এক তরুণী; তার নাম মঝিম সিং। তার একটা ডাক সারা বাংলায় প্রতিবাদের ঢেউ হয়ে আছড়ে পড়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়; রাজধানী দিল্লি, মহারাষ্ট্র, ব্যাঙ্গালুরু, হরিয়ানাসহ দেশটির বিভিন্ন রাজ্যে ‘‘রাত দখলের কর্মসূচি’’ পালন করবেন বিক্ষোভকারীরা। দিল্লির চিত্তরঞ্জন পার্ক, ব্যাঙ্গালুরু শহরের টাউন হলের সামনে জমায়েতের স্থান নির্ধারণ করা হয়েছে।