September 19, 2024
আন্তর্জাতিক

পশ্চিমতীরে ইসরায়েলি আগ্রাসনে জাতিসংঘের গভীর উদ্বেগ

ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকায় নৃশংস বর্বরতা চালিয়ে এবার পশ্চিমতীরে ভয়াবহ হামলা চালানো শুরু করেছে ইসরায়েল।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসরায়েলের এ বর্বরতায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের সর্বাত্মক সামরিক হামলার জন্য তিনি “গভীরভাবে উদ্বিগ্ন”। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের এই আগ্রাসন দ্রুত বন্ধ করার আহ্বান জানান তিনি।

গতকাল (বুধবার) এক বিবৃতিতে গুতেরেস পশ্চিম তীরের জেনিন, তুলকারেম এবং তুবাস এলাকাসহ অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলের আগ্রাসন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।

ইসরাইলের বর্বর বাহিনী বুধবার ভোরে ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে পশ্চিমতীরে সবচেয়ে বড় আগ্রাসন চালায়। এজন্য জেনিন, তুলকারেম এবং তুবাসে শত শত সেনা মোতায়েন করে।

ইসরাইলি আগ্রাসনে অন্তত ১৭ ফিলিস্তিনি প্রাণ হারান, যার মধ্যে শিশু রয়েছে। গুতেরেস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তেলআবিবের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন: